চন্দননগর, 3 ডিসেম্বর: ডেঙ্গি উপসর্গ নিয়ে মৃত্যু হল চন্দননগর হাসপাতালের চিকিৎসকের । নাম স্বাতী দে (47)। গত 24 নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি । চিকিৎসা চলাকালীন প্লেটলেট নামতে শুরু করে । প্রথমে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত 30 নভেম্বর শনিবার এসএসকেএম হাসপাতালের আইসিইউ-তে রাখা হয় তাঁকে ৷ মঙ্গলবার ভোররাতে সেখানেই মৃত্যু হয় চিকিৎসকের ।
ডেঙ্গি আক্রান্ত হয়ে এসএসকেএমে মৃত্যু চন্দননগরের চিকিৎসকের
উপসর্গ ছিল ডেঙ্গির ৷ শরীরে প্লেটলেটের সংখ্যা উত্তরোত্তর কমছিল ৷ হাসপাতালে ভর্তির সাতদিনের মাথায় মৃত্যু চিকিৎসকের ৷
ডেঙ্গির উপসর্গ নিয়ে মৃত্যু চিকিৎসকের (ইটিভি ভারত)
Published : Dec 3, 2024, 9:19 PM IST
তাঁর স্বামী সুস্নাত দে একজন শল্য চিকিৎসক । চন্দননগর পুরনিগমের 16 নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দা এই চিকিৎসক দম্পতি । বাড়িতে রয়েছেন মৃত চিকিৎসকের মেয়ে ও শাশুড়ি ৷ মৃত্যুর খবর পেয়ে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক তাঁদের বাড়ি ও চন্দননগর হাসপাতালে যান । তিনি বলেন, "ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন চিকিৎসক । একজন ভালো চিকিৎসককে হারালাম আমরা ।"