পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেবাশিস কুমারের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় অতিথি সমাগম, ভোগ বিতরণ দেবলীনার - JAGADHATRI PUJA 2024

কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমারের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় জমজমাট আয়োজন ৷ পুজোর কাজে ব্যস্ত দেবলীনা কুমার ৷

ETV BHARAT
দেবাশিস কুমারের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর জমজমাট আয়োজন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 5:01 PM IST

Updated : Nov 10, 2024, 5:53 PM IST

কলকাতা, 10 নভেম্বর:প্রতি বছরের মতো এবারও কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের বাড়ির মন্দিরে হল জগদ্ধাত্রী পুজো । পুজো দেখতে সেই মন্দিরে হাজির হলেন সস্ত্রীক কলকাতার পুর কমিশনার ধবল জৈন থেকে একাধিক কাউন্সিলর, বিধায়ক ও পৌর কর্তারা ।

দুর্গা পুজোকে কেন্দ্র করে বহু পরিবারের সদস্যরা একত্রে মিলিত হন । পুজোর ক'টা দিন চলে চুটিয়ে আনন্দ । খাওয়া-দাওয়া, নাচ, গান । পুজো কাটতে না কাটতেই সেই আনন্দ ফিরে আসে জগদ্ধাত্রী পুজোয় ৷ সেকথাই শোনা গেল দেবাশিস কুমারের কন্যা অভিনেত্রী দেবলীনা কুমারের কথায় ৷

দেবাশিস কুমারের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় অতিথি সমাগম (নিজস্ব ভিডিয়ো)

তিনি বলেন, দুর্গাপুজোর সেই আনন্দ মাস খানেকের মাথায় ফের ফিরে আসে তাঁদের বাড়ির মন্দিরের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে । পরিবারের সকলে একত্র হন । চার দিন ধরে চলছে পুজো । আজ এক সঙ্গে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে ভোগ বিতরণ করা, ভোগ খাওয়া, বেশ আনন্দের মুহূর্ত কাটে ।" তাঁর কথায়, "ঠাকুরের কাছে প্রার্থনা প্রত্যেকে যেন ভালো থাকেন ।"

পুজোয় ভোগ নিবেদন (নিজস্ব চিত্র)

এদিন নিয়ম মতো একাধিক ভাজা, খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, নানা ধরনের মিষ্টি-সহ ভোগ নিবেদন করা হয় দেবাশিস কুমারের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় ৷ সেই ভোগ উপস্থিত অতিথিতিদের মধ্যে বিতরণ করা হয় । অতিথি হিসেবে এদিন একাধিক বিধায়ক, কাউন্সিলর, পুর আধিকারিক থেকে শুরু করে কলকাতা পুরনিগমের পুর কমিশনার ধবল জৈনও উপস্থিত ছিলেন ।

কলকাতার পুর কমিশনার ধবল জৈন ও তাঁর স্ত্রী (নিজস্ব চিত্র)

এদিন দেবাশিস কুমার বলেন, "প্রত্যেক বছর এই পুজো করি বাড়ির মন্দিরে । আমন্ত্রণ জানাই বহু মানুষকে । অনেকেই আসেন, ভালো লাগে । গোটা পুজোর আয়োজন থেকে প্রসাদ বিতরণ, সবকিছু দায়িত্ব নিয়ে করেন বাড়ির মহিলারা । আর তাঁদের নেতৃত্ব দেন আমার স্ত্রী ।"

Last Updated : Nov 10, 2024, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details