কলকাতা, 30 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগেই ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লিখিয়েছেন তাপস রায় । যদিও বিজেপিতে যোগদানের আগে বিধায়ক পদে পদত্যাগ করেছেন তিনি । একই সঙ্গে ছেড়েছেন অন্যান্য পদও । গেরুয়া শিবিরে নাম লিখিয়েই লোকসভা নির্বাচনের টিকিট পেয়ে গিয়েছেন তাপস ৷ উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী করেছে তাঁকে । কাজেই তাঁর ছেড়ে যাওয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের উপ-মুখ্য সচেতকের পদ এই মুহূর্তে শূন্য । শাসকদলের মধ্যে এই নিয়ে জোর আলোচনা চলছে যে শেষ পর্যন্ত এই পদটি কাকে দেওয়া হবে ৷
বিধানসভা সূত্রে খবর, আগামিদিনে এই পদটি দেওয়া হতে পারে রাসবিহারী আসনে তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিস কুমারকে । এই মুহূর্তে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্যের (উদ্যান) পাশাপাশি দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি । শীঘ্রই এই দুই গুরুদায়িত্বের সঙ্গে দেবাশিসকে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের উপ-মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হতে পারে । এমনটাই জল্পনা রাজনৈতিকমহলে ৷