পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দল ছেড়েছেন তাপস, তৃণমূলের উপ-মুখ্য সচেতক কি এবার দেবাশিস কুমার ? - TMC Deputy Chief Whip - TMC DEPUTY CHIEF WHIP

Deputy Chief Whip of Assembly: গেরুয়া শিবিরে যোগদানের আগে তাপস রায় বিধানসভায় তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ যার ফলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের উপ-মুখ্য সচেতকের পদ বর্তমানে শূন্য রয়েছে ৷ শোনা যাচ্ছে, এই পদে আসতে পারেন দেবাশিস কুমার ৷

Deputy Chief Whip of Assembly
Deputy Chief Whip of Assembly

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 1:00 PM IST

Updated : Apr 30, 2024, 1:53 PM IST

কলকাতা, 30 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগেই ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লিখিয়েছেন তাপস রায় । যদিও বিজেপিতে যোগদানের আগে বিধায়ক পদে পদত্যাগ করেছেন তিনি । একই সঙ্গে ছেড়েছেন অন্যান্য পদও । গেরুয়া শিবিরে নাম লিখিয়েই লোকসভা নির্বাচনের টিকিট পেয়ে গিয়েছেন তাপস ৷ উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী করেছে তাঁকে । কাজেই তাঁর ছেড়ে যাওয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের উপ-মুখ্য সচেতকের পদ এই মুহূর্তে শূন্য । শাসকদলের মধ্যে এই নিয়ে জোর আলোচনা চলছে যে শেষ পর্যন্ত এই পদটি কাকে দেওয়া হবে ৷

বিধানসভা সূত্রে খবর, আগামিদিনে এই পদটি দেওয়া হতে পারে রাসবিহারী আসনে তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিস কুমারকে । এই মুহূর্তে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্যের (উদ্যান) পাশাপাশি দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি । শীঘ্রই এই দুই গুরুদায়িত্বের সঙ্গে দেবাশিসকে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের উপ-মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হতে পারে । এমনটাই জল্পনা রাজনৈতিকমহলে ৷

জানা গিয়েছে, ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে উপ-মুখ্য সচেতকের পদটি পাওয়ার ক্ষেত্রে একাধিক নাম আলোচনায় রয়েছে । যেমন একাংশের তরফ থেকে প্রস্তাব করা হয়েছিল দীর্ঘদিনের তৃণমূল নেতা তথা দলের অনুগত সৈনিক কল্লোল খাঁয়ের নাম । একাংশ চেয়েছিল, এই পদে কোনও সংখ্যালঘু মুখ দেওয়া হোক । একই সঙ্গে আলোচনায় দেবাশিস কুমারের নামও ছিল । শেষ পর্যন্ত তাঁকেই এই গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর ।

যদিও শাসকদলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনও ঘোষণা এখনও করা হয়নি । তবে যতদূর জানা যাচ্ছে, এই নামটিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে । দলনেত্রীর অনুমোদনের পরই দেবাশিস কুমারকে এই বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে ।

আরও পড়ুন:

  1. পদ্মে যোগ তাপসের,'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল
  2. কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায়
  3. অপদার্থ মেয়র, ফিরহাদ হাকিমকে বেনজির আক্রমণ তাপস রায়ের
Last Updated : Apr 30, 2024, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details