কলকাতা, 23 মার্চ: গার্ডেনরিচের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 12 জন। মারিয়াম বিবি নামে এক মহিলা 85 বছর বয়স গার্ডেনরিচের ঘটনায় গুরুতর আহত হন ৷ প্রথমে তাঁকে গার্ডেনরিচের স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবতীর্তে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মারিয়াম বিবিকে। সেখানেই শনিবার তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে হাসপাতালের তরফে কিছু জানা যায়নি।
সোমবার গার্ডেনরিচের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় 6 জনের ৷ পরে ধ্বংসস্তূপ থেকে শুক্রবার আরও একজনের দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় আহত হয়েছিলেন প্রায় 15 জন। তাঁদের মধ্যেই একজন মারিয়াম বিবি। লালবাজার সূত্রে খবর, মারিয়াম বিবির মাথায় গুরুতর চোট লাগে। তাই তাঁকে প্রথমে গার্ডেনরিচের স্থানীয় এক বেসরকারি হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে আনা হয় তাঁকে। এই দুর্ঘটনার জন্য এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে দু'টি অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই ভর্তি ছিলেন তিনি।