পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিলজলায় 7 বছরের নাবালিকার উপর যৌন নির্যাতন ও খুনে ফাঁসির সাজা - Death Sentence in POCSO Case - DEATH SENTENCE IN POCSO CASE

Death Sentence Awarded for Sexual Abuse and Murder of Minor: 2023 সালের মার্চে কলকাতার তিলজলা থানা এলাকায় সাত বছরের একটি মেয়েকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ ওঠে ৷ গ্রেফতার হয় প্রতিবেশী ৷ বৃহস্পতিবার আলিপুরের বিশেষ পকসো আদালত তাকে ফাঁসির সাজা দিয়েছে ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 3:59 PM IST

Updated : Sep 26, 2024, 6:01 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন ও খুনের মামলায় দোষীকে ফাঁসির সাজা দিল আলিপুরের বিশেষ পকসো আদালত ৷ বৃহস্পতিবার এই রায় দিতে গিয়ে বিচারক সুদীপ্ত ভট্টাচার্য এই অপরাধকে বিরলের থেকেও বিরলতম বলে উল্লেখ করেছেন ৷

যাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, তার নাম অলোক কুমার ৷ সে ডেলিভারি বয় হিসেবে কাজ করত ৷ থাকত কলকাতার তিলজলা থানা এলাকায় ৷ সেখানেই 2023 সালের 26 মার্চ সে এই অপরাধ করে ৷ পুলিশের তদন্তে উঠে আসে, নিহত শিশুর মা শিশুকে বাড়ির ময়লা ফেলতে পাঠায় । সেখানে একটি কুকুরকে দেখে ভয় পেয়ে যায় শিশুটি এবং পাশের একটি ঘরে এসে ঢুকে পড়ে ।

পুলিশের তদন্তে আরও উঠে আসে, সেই ঘরেই ছিল অলোক ৷ সে শিশুকে নিয়ে অন্য একটা জায়গায় যায় ৷ সেখানে যৌন নির্যাতন করে ৷ তার পর শিশুটিকে হাতুড়ি দিয়ে মেরে খুন ৷ খুনের জন্য দু’রকম হাতুড়ি ব্যবহার করেছিল সে ৷ মৃত্যু নিশ্চিত করতে শিশুটির শ্বাসরোধও করে অলোক ৷

পুলিশ বিহারের সমস্তিপুরের বাসিন্দা অলোকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করে ৷ তার মধ্যে অপহরণ করে খুন এবং যৌন নির্যাতন, খুনের পর তথ্যপ্রমাণ লোপাট করার ধারা দেওয়া হয় ৷ অবশেষে প্রায় দেড় বছর পর এই মামলার সাজা ঘোষণা হল ৷ আর দোষীকে সর্বোচ্চ সাজা দেওয়া হল আলিপুরের বিশেষ পকসো আদালতের তরফে ৷ সাজা দিতে গিয়ে বিচারক সুদীপ্ত ভট্টাচার্য জানান, এই অপরাধ বিরলের থেকে বিরলতম অপরাধ । অমানবিক অত্যাচার । ওই শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না ।

এদিকে 2023 সালের 26 মার্চ এই ঘটনা সামনে আসার পর উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা থানা এলাকা ৷ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় ৷ অগ্নিসংযোগ করা হয় পুলিশের গাড়িতে । যার জন্য শিয়ালদার দক্ষিণ শাখায় রেল চলাচল বন্ধ করতে হয় ।

Last Updated : Sep 26, 2024, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details