ব্যারাকপুর, 25 ফেব্রুয়ারি: হোটেলের ঘর থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ । ঘটনার পর থেকে বেপাত্তা মৃত যুবকের বান্ধবী । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সোদপুরের ঘোলা এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বাবলু মণ্ডল । তাঁর বান্ধবীর খোঁজে তল্লাশি শুরু করেছে ঘোলা থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরের বাসিন্দা বছর পয়ত্রিশের বাবলু রবিবার সন্ধ্যায় ঘোলা মুরাগাছা এলাকার এক হোটেলে উঠেছিলেন । তাঁর সঙ্গে ছিলেন এক যুবতীও । হোটেলের কর্মীদের কাছে তিনি তাঁর পরিচয় দিয়েছিলেন ওই যুবকের বান্ধবী হিসেবে । পরিচয়পত্র হিসেবে দু'জনেই ওই হোটেলে জমা দিয়েছিলেন আধার কার্ডের প্রতিলিপি, তা লিপিবদ্ধ রয়েছে হোটেলের রেজিস্টারেও । তাতে বান্ধবীর নাম রয়েছে তিতলি দে । তাঁরা দু’জনেই হোটেলের 304 নম্বর ঘরে ছিলেন । সোমবার সন্ধের পর বান্ধবী হোটেল ছেড়ে বেরিয়ে যান । যাওয়ার সময় তিনি হোটেল কর্মীদের জানিয়েছিলেন, কিছুক্ষণ পর ফিরে আসবেন । কিন্তু আর হোটেলমুখী হননি ।
সন্ধের পর থেকে হোটেলের দরজা বন্ধ ছিল । সাড়া-শব্দ না-পেয়ে রাতে হোটেলের কর্মীরা ডাকাডাকি শুরু করেন । ভিতর থেকে কোনও সাড়া না পেয়ে তাঁরা ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভিতরে ঢোকেন । দেখতে পান, খাটের উপর বাবলুর নিথর দেহ পড়ে রয়েছে । মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে ।এই দৃশ্য দেখে হতচকিত হয়ে যান হোটেল কর্মীরা । তড়িঘড়ি তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।