পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, পলাতক স্বামী; খাস কলকাতায় চাঞ্চল্য - woman body recovered - WOMAN BODY RECOVERED

Dead Body Recovered: ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার মহিলার দেহ ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পলাতক মহিলার স্বামী ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 10:59 PM IST

কলকাতা, 17 মে: ঘরের বিছানায় রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী । ঘরের দরজা খোলা। পলাতক স্বামী। গোটা বিষয়টি বাড়ির মালিকের নজরে আসার পর তিনি তড়িঘড়ি খবর দেন স্থানীয় থানায়। শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে, আনন্দপুর থানা এলাকার পূর্ব পঞ্চান্ন গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার আরিশ বিলাল ইটিভি ভারতকে বলেন, "এই ঘটনা প্রথম নজরে আসে বাড়ির মালিকের ৷ তিনিই স্থানীয় থানায় খবর দেন। ওই মহিলার নাক থেকে রক্ত বেরতে দেখা গিয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। পলাতক স্বামীর খোঁজ চালাচ্ছি ।" পুলিশ সূত্রে খবর মৃতার নাম মনীষা বাগ (30)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে আঘাতের সেই ভাবে কোনও চিহ্ন না থাকলেও গলায় এবং ঘাড়ের কাছে একটি চিহ্ন রয়েছে। যদিও প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ ৷ দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷ তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যে মহিলার বাপের বাড়ির সদস্যদেরও খবর দেওয়া হয়েছে ৷

পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ থেকে পুলিশ জানতে পেরেছে, নিত্যদিন ওই মহিলাকে নাকি অত্যাচার করতেন তাঁর স্বামী। প্রায় সময়ই ঝগড়া করতেন স্বামী-স্ত্রী ৷ এলাকায় দুজনেই রান্নার কাজ করতেন। তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ সংশ্লিষ্ট বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করেছে ৷ পাশাপাশি পলাতক স্বামীর খোঁজও চালাচ্ছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন

  1. অভিনয় শিক্ষার অফিস থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ, গ্রেফতার শিক্ষক
  2. বিবাহবার্ষিকীর পরদিন স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্বামী
  3. বারান্দায় পড়ে দুই বোনের রক্তাক্ত দেহ, উঠছে খুনের অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details