Director Tapan Sinha Birth Centenary: কলকাতার পুজোর থিমে পরিচালক তপন সিংহের জন্মশতবর্ষ উদযাপন ৷ দক্ষিণদাড়ি ইউথ ক্লাবের এবারের পুজো মণ্ডপ তপন সিংহের জীবন ৷ কেমন চলছে মণ্ডপসজ্জার প্রস্তুতি ? ঘুরে দেখল ইটিভি ভারত ৷
কলকাতা, 1 অক্টোবর: একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত বাঙালি চলচ্চিত্র পরিচালক তপন সিংহ । কাবুলিওয়ালা, অঙ্কুশ, আজ কা রবিনহুড খ্যাত পরিচালকের জন্ম 1924 সালের 2 অক্টোবর ৷
এই বছর অর্থাৎ 2024-এ তাঁর জন্মশতবর্ষ । তপন সিংহকে শ্রদ্ধা জানিয়েই এবার তাঁর কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হচ্ছে উলটোডাঙা লাগোয়া দক্ষিণদাড়ি ইউথ ক্লাবের পুজো মণ্ডপে । 24-তম বর্ষে পা দিল এই ক্লাবের পুজো । পুজোর বিষয় ভাবনার নাম দেওয়া হয়েছে সিংহ-বাহিনী ।
চলচ্চিত্র পরিচালক তপন সিংহের জন্ম শতবর্ষের তাকে শ্রদ্ধা জানিয়ে এই উপস্থাপনা বলে জানিয়েছেন শিল্পী অনির্বাণ ৷ প্রতিমার রূপদান করেছেন তিনি । মণ্ডপে ঢোকার মুখেই থাকছে 100 ফুটের দুটি বিরাট ডানা । তার উপরেই প্রোজেক্টরে ফুটে উঠবে উত্তম, ছায়া দেবী ও মুনমুন সেনের অভিনয় । কানে আসবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠ । দু'পাশের দেওয়ালে তুলে ধরা হচ্ছে তপন সিংহের সিনেমায় অভিনীত অভিনেতা-অভিনেত্রী-সহ আলোকশিল্পী ও সিনেমাটি নির্মাণে যারা সাহায্য করেছেন তাঁদের ছবি । থাকছে পরিচালকের প্রতিটি সিনেমার পোস্টার, সার্টিফিকেট ।
থিমের বিষয়ে ক্লাব সদস্য শ্যামল দাস জানান, যেহেতু পরিচালকের পদবি সিংহ আর তাঁর অনেক সিনেমা যাকে বাহিনী বলা হচ্ছে ৷ সেই থেকেই থিমের নাম দেওয়া হয়েছে 'সিংহবাহিনী' ৷
তপন সিংহের পরিচালনায় অঙ্কুশ, আজ কা রবিনহুড, সফেদ হাতি এই তিন সিনেমায় মুখ্য ভূমিকা ছিল হাতির । সেই ভাবনা থেকেই মূল মণ্ডপে হাতির মুখের চেহারা দেওয়া হচ্ছে । সেখানেই থাকবে প্রতিমা, যা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৷ এছাড়াও, পরিচালকের সিনেমার নাম অনুসারে মণ্ডপের একাংশে থাকছে 12 ফুটের বিরাট 'হুইলচেয়ার' । অনেক সিনেমায় ফুটে ওঠা কলকাতার বিভিন্ন অংশের ছবিও থাকছে । সেই কারণে কলকাতাকে তুলে ধরতে পুজো মণ্ডপে ট্যাক্সিও থাকছে । সব মিলিয়ে তপন সিংহের জন্মশতবর্ষ উদযাপন এবার বাংলার শ্রেষ্ঠ উৎসবের মঞ্চে ৷