পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ষষ্ঠীর সকালে সোনারপুরে দীর্ঘক্ষণ রেল অবরোধ, ভোগান্তি যাত্রীদের - RAIL BLOCKADE

সোনারপুর লোকাল ট্রেন বাতিলের জেরে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা ৷ প্রতিদিন ট্রেন বাতিলের অভিযোগ তুলে বুধবার ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷

Rail Blockade
সোনারপুরে নিত্যযাত্রীদের রেল অবরোধ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 11:55 AM IST

সোনারপুর, 9 অক্টোবর: ষষ্ঠীর সকালে রেল অবরোধ ৷ ট্রেন বাতিলের প্রতিবাদে সোনারপুরে প্রায় তিনঘণ্টা রেল অবরোধ করে রাখলেন নিত্যযাত্রীরা ৷ রেল অবরোধের জেরে ব্যাহত হল শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ৷ চরম ভোগান্তির শিকার হলেন দূর-দূরান্ত থেকে আসা অন্যান্য ট্রেনের নিত্যযাত্রীরা ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল আটটা নাগাদ সোনারপুর লোকাল ট্রেনটি বাতিল বলে ঘোষণা করা হয় । আর সোনারপুর লোকাল বাতিল হওয়ার কারণেই ক্ষোভে ফেটে পড়েন ট্রেনের নিত্যযাত্রীরা । প্রতিবাদে সোনারপুর রেল স্টেশনের কাছে অবরোধ শুরু করেন তাঁরা । রেলযাত্রীদের এই অবরোধের জোরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে একের পর এক লোকাল ট্রেন ।

শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল (ইটিভি ভারত)

এ বিষয়ে ক্যানিং লোকালের নিত্যযাত্রী অঞ্জলি দাস বলেন, "রেল অবরোধ হয়েছে ৷ ট্রেন আটকে রয়েছে সোনারপুর স্টেশনে ৷ এর ফলে গন্তব্যস্থলে যেতে পারছি না আমরা । খুবই সমস্যা হচ্ছে ৷"

চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা (নিজস্ব ছবি)

যদিও অবরোধকারীদের দাবি, প্রায় সময় শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল বেলায় বারুইপুর এবং সোনারপুরে বেশকিছু লোকাল ট্রেন হঠাৎ করে বাতিল ঘোষণা করছে রেল কর্তৃপক্ষ ৷ এর ফলে নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হয় ৷ তাঁরা সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না । আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ৷ রেল কর্তৃপক্ষের গাফিলতির জেরে নিত্যদিন এই ঘটনা ঘটছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ ৷ তাই তাঁরা এ দিন রেল অবরোধ করে বিক্ষোভ দেখান ৷

ষষ্ঠীর সকালে সোনারপুরে দীর্ঘক্ষণ রেল অবরোধ (নিজস্ব ছবি)

বুধবার সকালে অবরোধের কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকেরা ৷ তাঁরা দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালান ৷ অবশেষে রেলের তরফে প্রতিশ্রুতি মেলায় তিনঘণ্টা পর ওঠে অবরোধ । বর্তমানে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে পুজোর দিনে দীর্ঘক্ষণ রেল অবরোধের জেরে নাজেহাল হতে হয় যাত্রীদের ৷

ABOUT THE AUTHOR

...view details