কলকাতা, 24 জুন: জঙ্গি সন্দেহে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে হাবিবুল্লা শেখ নামে কম্পিউটার সায়েন্সের এক পড়ুয়াকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা । কলকাতায় ভবানী ভবনে এনে ধৃতকে জেরা করা হচ্ছে । তার বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগ করেছেন গোয়েন্দারা ৷ আর গোয়েন্দাদের এই জেরায় উঠে এসেছে 'গোবড়া গ্যাং' এর নাম। জেরায় জানা গিয়েছে, এই গ্যাংয়ের সঙ্গে প্রতিনিয়ত টেলিগ্রামে কথা বলত ধৃত হাবিবুল্লাহ শেখ । এছাড়াও একাধিক নতুন জঙ্গিদের নাম ও পরিচয় পাওয়া গিয়েছে ধৃতের কাছ থেকে ।
এই গোবড়া গ্যাং কী, কারা যুক্ত এই দলের সঙ্গে ?
উপরোক্ত প্রশ্নের উত্তর খুঁজতে রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা প্রতিনিয়তই বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সঙ্গে কথা বলছেন । জানা গিয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসাউল্লা টিমের সক্রিয় সদস্য সালাউদ্দিনের সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে কথা হত হাবিবুল্লার ।
বিষয়টি নিয়ে জানতে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ তথা এথিক্যাল হ্যাকার রেজা আহম্মেদের সঙ্গে কথা বলে ইটিভি ভারত ৷ সেখানে তিনি বলেন, "এই টেলিগ্রাম হল একটি ডিপওয়েব । টেলিগ্রামের ডেটা গুগলে যায় না । এটা অপরাধের একটা ভালো জায়গা । এর মাধ্যমে ছবি আদানপ্রদান তেমন হয় না । কিছু ব্ল্যাক মার্কেট রয়েছে জঙ্গিরা সেখানে টেলিগ্রামের সাহায্যে নিজেদের টাকা আদান-প্রদান করে ৷ যার তথ্য হাতে পাবে না পুলিশ । এটি মূলত ক্রিপটো কারেন্সিতে টাকা আদান-প্রদান করা হয় ।"