সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি, গ্রেফতার 2 - CYBER CRIME IN KOLKATA
প্রাক্তন পুলিশ কর্তার অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয়ে তাঁর কাছে একটি ফোন আসে ৷ কথোপকথনে তাঁকে কেওয়াইসি আপডেট করার পরামর্শ দেন অভিযুক্ত ব্যক্তি ৷
কলকাতায় সাইবার প্রতারণা চক্রের 2 জন গ্রেফতার (নিজস্ব চিত্র)
কলকাতা, 10 জানুয়ারি: সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা । লক্ষাধিক টাকা খুইয়ে অবশেষে বিধাননগর পুলিশের দ্বারস্থ হন তিনি । ঘটনার তদন্তের পর দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, নভেম্বরের 26 তারিখ লেকটাউন থানায় একটুি অভিযোগ দায়ের করেন প্রাক্তন এসিপি প্রাণকৃষ্ণ ঘাটা ৷ তিনি লেকটাউনের বাসিন্দা ৷ অভিযোগ, সম্প্রতি তাঁর কাছে একটি ফোন আসে ৷ ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যামেজার বলে পরিচয় দেন ৷ সেই ব্যক্তি প্রাক্তন পুলিশ কর্তাকে কথার জালে ফাঁসান বলে অভিযোগ ৷
অভিযুক্ত ব্যক্তি প্রাক্তন পুলিশ কর্তাকে তাঁর ব্যাঙ্ক অ্য়াকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করার জন্য একটি মোবাইল অ্য়াপ ডাইনলোড করতে বলেন ৷ সেই মতো মোবাইলে অ্যাপটি ডাউনলোডও করেন প্রাক্তন পুলিশ কর্তা ৷ অভিযোগ, মোবাইল অ্য়াপ ডাউনলোড করার পর প্রাক্তন এসিপি'র 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট 11 লক্ষ টাকা উধাও হয়ে যায় । ব্যাঙ্কে গিয়ে তিনি দেখেন তাঁর অজান্তেই অন্য একটি অ্যাকাউন্টে চলে গিয়েছে সেই টাকা ৷ প্রতারিত হয়েছেন বুঝতে পেরে, লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।
লেকটাউন থানা থেকে এই কেসের তদন্তভার গিয়ে পৌঁছয় বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের কাছে । তদন্ত শুরু করে পুলিশ ৷ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার পুলিশ । অভিযুক্তদের নাম শুভ্রাংশু মাঝি এবং অর্কপ্রভ রায়চৌধুরী ৷ ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পুলিশ ৷