পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট থেকে উধাও হওয়া 40 লাখ উদ্ধার, গ্রেফতার 2 - CYBER FRAUD

এই ঘটনায় মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় দু'জনকে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সম্পূর্ণ টাকা ফিরিয়ে আনতে পেরেছে আসানসোল সাইবার ক্রাইম বিভাগ ।

Asansol Municipal Corporation
আসানসোল পুরনিগম (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 11:21 AM IST

আসানসোল, 27 নভেম্বর:এক মাসেই অসাধ্য সাধন করল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ । আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছিল 40 লক্ষ টাকা ৷ সেই টাকা ফিরিয়ে আনতে সফল হল পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের আনুপুর শাখায় জালিয়াতি করে ওই টাকা ট্রান্সফার করা হয়েছিল । আসানসোল পুরনিগমের কর্তারা সাইবার সেলে অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে দুই সাইবার প্রতারককেও মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় । এবার উদ্ধার হল অ্যাকাউন্ট থেকে উধাও হওয়া সমস্ত টাকা । স্বস্তি আসানসোল পুরনিগমের ফিনান্স বিভাগে ।

কী হয়েছিল ঘটনা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আসানসোল পুরনিগমের একটি অ্যাকাউন্ট আছে । সেখানে সরকারি প্রকল্পের ফান্ড জমা হয় । আশ্চর্যজনকভাবে 2022 সালের বাতিল হওয়া একটি চেককে নকল করে প্রতারকরা ব্যাংক থেকে 40 লক্ষ টাকা ট্রান্সফার করে নেয় ৷ ওই ব্যাঙ্কেরই মধ্যপ্রদেশের একটি শাখায় ।

শুধু তাই নয়, 80 লক্ষ টাকার আরেকটি চেক জমা দেওয়া হয় । পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের ফোন নম্বর পালটানোর জন্য পুরনিগমের ভুয়ো প্যাডে জমা দেওয়া হয় আবেদনপত্র । এই আবেদন পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হয় । তারা পুরনিগমকে বিষয়টি জানায় ।

ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে ওঠে পুরকর্তাদের । 28 অক্টোবর ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে ফেলা হয়েছে 40 লক্ষ টাকা । অথচ আসানসোল পুরনিগম সেই বিষয়ে কিছুই জানে না । এ ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষেরও গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে । কারণ এক্ষেত্রে 40 লক্ষ টাকা ব্যাংক থেকে তোলা হচ্ছে, সেটা ব্যাঙ্কের তরফেও চেক ক্লিয়ার করার আগে পুর আধিকারিকদের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল ।

বিষয়টি ঘটে যাওয়ার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে পুরনিগম । তদন্তে দেখা যায়, মধ্যপ্রদেশের আনপুরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখায় টাকা ট্রান্সফার করা হয়েছে । দুষ্কৃতীদের ওই অ্যাকাউন্টে তখনও 12 লক্ষ টাকা ছিল । সেটা তড়িঘড়ি ফ্রিজ করা হয় । এরপর সাইবার ক্রাইম বিভাগের তদন্তকারী অফিসাররা যান মধ্যপ্রদেশে । সেখান থেকে গ্রেফতার করা হয় মাধব সারোগী ও প্রিয়াংশু সাহু নামে দু'জনকে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি সম্পূর্ণ টাকা ফিরিয়ে আনতে পেরেছে আসানসোল সাইবার ক্রাইম বিভাগ । সাইবার প্রতারণা রুখতে এটা একটা বড় সাফল্য বলেই মনে করছে পুলিশ মহল ।

ABOUT THE AUTHOR

...view details