পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরও কড়া রাজ্যপাল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেম্বার সিলের নির্দেশ - WB GOVERNMENT VERSUS GUV - WB GOVERNMENT VERSUS GUV

CV Ananda Bose: রাজ্য-রাজ্যপাল সংঘাত অন্য মাত্রা নিল ৷ মেইল করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তদারকি উপাচার্যের চেম্বার সিল করার নির্দেশ দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ রাজভবন থেকে ইমেল আসার সত্যতা স্বীকার করেছেন রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস ৷

Etv Bharat
উপাচার্যের চেম্বার সিলের নির্দেশ রাজ্যপালের

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 10:58 PM IST

রাজ্য-রাজ্যপাল সংঘাত

মালদা, 5 এপ্রিল: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তদারকি উপাচার্যকে নিয়ে রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাত চরমে ৷ উপাচার্য যাতে আর বিশ্ববিদ্যালয়ে না ঢুকতে পারেন, তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের দফতর থেকে রেজিস্ট্রারকে মেইল মারফৎ নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেকথা স্বীকারও করে নিয়েছেন রেজিস্ট্রার ৷ যদিও তিনি জানিয়েছেন, রাজ্যপালের দফতর থেকে নির্দেশিকা এলেও এনিয়ে তিনি নিজে কোনও পদক্ষেপ নিতে পারেন না ৷

মেইল পাওয়ার কথা স্বীকার করে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, "আমি যখন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ অফিস থেকে বেরচ্ছি তখন নিজের মেইল দেখি ৷ সেই সময় রাজ্যপালের দফতর থেকে আসা মেইলটি নজরে পড়ে ৷ সেই মেইলে অধ্যাপক রজতকিশোর দে’র চেম্বার সিল করতে বলা হয়েছে ৷ তাতে কোনও অসুবিধে হলে পুলিশ প্রশাসনের সাহায্য নিতেও বলা হয়েছে ৷ তবে এ নিয়ে আমি নিজে কোনও পদক্ষেপ করতে পারব না ৷ আমার সেই অধিকার নেই ৷ উপাচার্য এখন ছুটিতে ৷ বিষয়টি কয়েকজন ইসি সদস্যকে জানিয়েছি ৷ উচ্চশিক্ষা দফতরকেও জানাব ৷ ইসির নির্দেশমতো আমাকে কাজ করতে হবে ৷"

এদিন রজতবাবুকে বিশ্ববিদ্যালয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল ৷ রেজিস্ট্রারকে মেইল করা সেই বার্তায় বলা হয়েছে, গত 31 মার্চ রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রজতকিশোর দেকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন ৷ এবার উপাচার্যের চেম্বার সিল করে দিতে হবে ৷ কোনও পরিস্থিতিতেই রজতবাবু যাতে তাঁর ঘরে যাতে ঢুকতে না পারেন তার জন্য ব্যবস্থা নিতে হবে ৷ রজতবাবু যদি জোর করে উপাচার্যের দফতরে ঢুকতে চান তবে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য তলব করতে হবে ৷

উল্লেখ্য, নির্বাচন বিধি চলাকালীন গত 30 মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সেই সম্মেলনে উপস্থিত ছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য-বসু সহ জেলার দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তজমুল হোসেন ৷ উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের তাবড় নেতৃত্বের সঙ্গে এবারের নির্বাচনে দুই কেন্দ্রের ঘাসফুল প্রার্থীও ৷ সেদিন গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে জ্বলজ্বল করছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷

সম্মেলন মঞ্চ থেকে তৃণমূলের সমর্থনে ভোট-ভাষণ দেওয়ার অভিযোগও ওঠে ৷ এর জেরে 31 মার্চ বিশ্ববিদ্যালয়ের তদারকি উপাচার্য রজতকিশোর দে’কে বরখাস্ত করেন রাজ্যপাল ৷ যদিও সকালে বহিষ্কার করা হলেও সন্ধ্যায় রজতবাবুকে পুরোনো পদেই বহাল করে রাজ্যের উচ্চশিক্ষা দফতর ৷ রজতবাবুও নিজের কাজ চালিয়ে যেতে থাকেন ৷ অবশেষে এদিন মেইল মারফৎউপাচার্যের চেম্বার সিল করে দেওয়ার নির্দেশ এসেছে রাজভবনের তরফে ৷

আরও পড়ুন

1. নির্বাচনী বিধিভঙ্গ, ব্রাত্যকে সরানোর সুপারিশ রাজ্যপালের

2.ব্রাত্য-সংঘাত আবহে বোসকে সংবিধানের পাঠ পড়াল নবান্ন, রাজ্যপালকে কড়া চিঠি রাজ্যের

3.কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাওয়ার পথে কালো পতাকা রাজ্যপালকে

ABOUT THE AUTHOR

...view details