বংশীহারী, 3 অক্টোবর: মহালয়ার সন্ধ্যায় কয়েকশো মানুষের মিছিল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের রাস্তায় ৷ ঢাকের আওয়াজের মাধ্যমে মহালয়ার রাত্রিতে পুজোর শুভ সূচনা হল ৷ আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে রাত জাগো কর্মসূচিতে রাস্তা দখল হয় শহরে ৷
বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে এই মিছিল সমগ্র বুনিয়াদপুর শহর ঘোরে ৷ পরে বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় ৷ সেই মিছিলে বুনিয়াদপুরে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ন্যায় বিচারের দাবিতে স্লোগান তুলেছেন ৷ সুর চড়িয়েছেন শাসকদলের বিরুদ্ধেও ৷
আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে রাস্তা দখল (ইটিভি ভারত) মহালয়ার শুভ লগ্নে নির্যাতিতার বিচারের দাবিতে উপযুক্ত শাস্তির দাবিতে দেবী দুর্গার কাছে একটাই প্রার্থনা, আরজি করে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় যাঁরা দোষী, তাঁরা যেন দ্রুত শাস্তি পায় ৷ আর বিচার পান নির্যাতিতা ৷
শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বয়সের ছোট-বড় এমনকী খুদে শিশুরাও অংশ নিয়েছিল ৷ রাতে এই কর্মসূচিতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই জন্য বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন ছিল ৷
এই বিষয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা গার্গী লাহিড়ী বলেন, "মহালয়ার দিন বর্ণাঢ্য মিছিল হল ৷ আজ মিছিল হল আরজি করে নির্যাতিতা অভয়ার সুবিচারের দাবিতে ৷ পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ যেখানে ছোট থেকে বড়, সব বয়সিরা অংশ নিয়েছে ৷ নাচ, গান, আবৃত্তিতে অংশগ্রহণ করেছে ৷ ঢাকের আওয়াজের মাধ্যমে বুনিয়াদপুরে উৎসবের সূচনা করা হয় ৷ আরজি করের ঘটনায় যারা দোষী, আমরা তাদের শাস্তি দাবি করছি ৷"