পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঈদের আগের দিন পরীক্ষা! অসন্তুষ্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা - University of Calcutta - UNIVERSITY OF CALCUTTA

CU Students Show Dissatisfaction over Exam Date: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমেস্টারের পরীক্ষা নিয়ে ছাত্র-ছা্ত্রীদের মধ্য়ে অসন্তোষ ৷ ঈদের আগের দিন পরীক্ষায় বসতে হবে তাদের ৷ পরীক্ষার দিন নিয়ে পুনর্বিবেচনা করার দাবি তুলেছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিটি (সিইউএসইউ) এবং এআইডিএসও-এর মতো ছাত্র সংগঠনগুলি ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 8:55 PM IST

কলকাতা, 1 এপ্রিল:হাতে গোনা আর কিছুদিন পরই খুশির ঈদ ৷ তার জন্য চলছে জোরকদমে কেনাকাটা ৷ তবে এত আনন্দের মধ্য়েও তৈরি হয়েছে অসন্তোষ ৷ ঈদের আগের দিন পরীক্ষায় বসতে হবে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছা্ত্রীদের ৷

চন্দ্রোদয়ের সময় অনুযায়ী, ঈদ হওয়ার কথা 10 অথবা 11 এপ্রিল ৷ আর 9 এপ্রিল রয়েছে পরীক্ষা। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনেক দূর থেকে ছাত্রছাত্রীরা আসে পড়াশোনা করতে ৷ ফলে পরীক্ষা শেষে দূরবর্তী জেলার বাসিন্দাদের বাড়ি ফিরতে সমস্যা হবে ৷ সে কথা মাথায় রেখে কর্তৃপক্ষকে পরীক্ষার দিন নিয়ে পুনর্বিবেচনা করার দাবি তুলেছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিটি (সিইউএসইউ) এবং এআইডিএসও-এর মতো ছাত্র সংগঠনগুলি ।

উল্লেখ্য়, স্নাতক স্তর চার বছরের হওয়ার পর প্রথম সেমেস্টারের পরীক্ষা নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ 3 এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা ৷ এআইডিএসও-এর দাবি, পরীক্ষার দিন ঘোষণার আগেই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল সংগঠনের তরফে ৷ সংগঠনের কলকাতা জেলার সম্পাদকের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই পরীক্ষার দিনক্ষণ অনেক দেরিতে ঘোষণা করা হয়েছে। সেকারণে এই সমস্য়ার সৃষ্টি হয়েছে । ফলে পরিবার নিয়ে কেনাকাটা, ঘোরাফেরা সবই শিকেয় উঠেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের বলে অভিযোগ ৷

এর আগেও কলকাতা বা অন্য বিশ্ববিদ্যালয়ে ঈদের মধ্যে পরীক্ষা ফেলা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে । সিইউএসইউ-এর আহ্বায়ক অনীক দে জানিয়েছেন, ইমেলে স্মারকলিপি পাঠিয়ে কর্তৃপক্ষের কাছে পরীক্ষার দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছে । কারণ নয়া পদ্ধতির প্রথম এই পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীরা এমনিতেই বেশ চাপে রয়েছে । নির্ধারিত সময়ের বেশ পরে পরীক্ষা হচ্ছে । তার উপরে উৎসবের মধ্যে সেটি হওয়ার ফলে আরও সমস্যা হচ্ছে । কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details