কলকাতা, 21 এপ্রিল: প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে রাজ্যে । 26 এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ, এই তিন আসনে ভোট । তাৎপর্যপূর্ণ হলেও সত্যি, দ্বিতীয় দফায় রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করা 47 জন সাংসদ পদপ্রার্থীর মধ্যে 12 জন প্রার্থী কোটিপতি । শতাংশের বিচারে কোটিপতির সংখ্যা 26 শতাংশ । এর মধ্যে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের এবং আইএসএফ-এর 100 শতাংশ প্রার্থী কোটিপতি ।
এবার এই দফার লোকসভা নির্বাচনে মাত্র দু'জন প্রার্থী যারা দ্বিতীয়বার একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এর মধ্যে রয়েছেন দার্জিলিং জেলার বিজেপি প্রার্থী রাজু বিস্তা অন্যদিকে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার । উভয়ের হলফনামা পর্যালোচনা করে দেখা গিয়েছে সম্পদ বেড়েছে দুই সাংসদের । 2019 এর লোকসভা নির্বাচনের সময় সুকান্ত মজুমদার ছিলেন লাখপতি বিজেপি প্রার্থী । গত পাঁচ বছরে তাঁর সম্পদ বৃদ্ধি হয়েছে 114 শতাংশ । অন্যদিকে, দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সম্পদ বৃদ্ধি হয়েছে 215 শতাংশ । এই মুহূর্তে রাজু বিস্তার সম্পদের পরিমাণ 47 কোটি । অন্যদিকে সুকান্ত মজুমদারের সম্পদের পরিমাণ এক কোটি 24 লক্ষ ।
3 আসন মিলে সবচেয়ে ধনী প্রার্থী রাজু বিস্তা ৷ তাঁর স্থাবর সম্পত্তি 18 কোটি, অস্থাবর সম্পত্তি 29 কোটি । মোট 47 কোটি টাকার সম্পত্তির মালিক বিস্তা । দু'নম্বরে রয়েছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী । তাঁর স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ 12 কোটি টাকা । এর মধ্যে স্থাবর সম্পত্তি 2 কোটির কিছু বেশি । অস্থাবর সম্পত্তি 9 কোটি টাকার কিছু বেশি । তৃতীয় স্থানে রয়েছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ৷ স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলে তাঁর মোট সম্পদের পরিমাণ 5 কোটি টাকা ।