পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্বিতীয় দফার ভোটে বঙ্গের 12 জন প্রার্থী কোটিপতি, কারা রয়েছেন সেই তালিকায় ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Millionaire Candidates in Bengal: 26 এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় তিন কেন্দ্রে ভোট রয়েছে ৷ এই তিন কেন্দ্র মিলিয়ে মোট 12 জন প্রার্থীর সম্পত্তি কয়েক কোটিরও বেশি ৷ দেখে নিন সেই তালিকায় কারা রয়েছে ?

Crorepati Candidate of 2nd Phase Election in Bengal
দ্বিতীয় দফার ভোটে কোটিপতি প্রার্থীর তালিকা

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 9:53 PM IST

কলকাতা, 21 এপ্রিল: প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে রাজ্যে । 26 এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ, এই তিন আসনে ভোট । তাৎপর্যপূর্ণ হলেও সত্যি, দ্বিতীয় দফায় রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করা 47 জন সাংসদ পদপ্রার্থীর মধ্যে 12 জন প্রার্থী কোটিপতি । শতাংশের বিচারে কোটিপতির সংখ্যা 26 শতাংশ । এর মধ্যে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের এবং আইএসএফ-এর 100 শতাংশ প্রার্থী কোটিপতি ।

এবার এই দফার লোকসভা নির্বাচনে মাত্র দু'জন প্রার্থী যারা দ্বিতীয়বার একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এর মধ্যে রয়েছেন দার্জিলিং জেলার বিজেপি প্রার্থী রাজু বিস্তা অন্যদিকে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার । উভয়ের হলফনামা পর্যালোচনা করে দেখা গিয়েছে সম্পদ বেড়েছে দুই সাংসদের । 2019 এর লোকসভা নির্বাচনের সময় সুকান্ত মজুমদার ছিলেন লাখপতি বিজেপি প্রার্থী । গত পাঁচ বছরে তাঁর সম্পদ বৃদ্ধি হয়েছে 114 শতাংশ । অন্যদিকে, দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সম্পদ বৃদ্ধি হয়েছে 215 শতাংশ । এই মুহূর্তে রাজু বিস্তার সম্পদের পরিমাণ 47 কোটি । অন্যদিকে সুকান্ত মজুমদারের সম্পদের পরিমাণ এক কোটি 24 লক্ষ ।

দ্বিতীয় দফার ভোটে কোটিপতি প্রার্থীর তালিকা

3 আসন মিলে সবচেয়ে ধনী প্রার্থী রাজু বিস্তা ৷ তাঁর স্থাবর সম্পত্তি 18 কোটি, অস্থাবর সম্পত্তি 29 কোটি । মোট 47 কোটি টাকার সম্পত্তির মালিক বিস্তা । দু'নম্বরে রয়েছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী । তাঁর স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ 12 কোটি টাকা । এর মধ্যে স্থাবর সম্পত্তি 2 কোটির কিছু বেশি । অস্থাবর সম্পত্তি 9 কোটি টাকার কিছু বেশি । তৃতীয় স্থানে রয়েছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ৷ স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলে তাঁর মোট সম্পদের পরিমাণ 5 কোটি টাকা ।

এই দফায় সবথেকে গরিব প্রার্থী হলেন দার্জিলিংয়ের কিষাণ মজদুর পার্টির প্রার্থী অতসী বিশ্বাস ৷ স্থাবর ও অস্থাবর মিলে তাঁর সম্পদ 10 হাজার টাকা । গরিব প্রার্থী হিসেবে দ্বিতীয় এবং তৃতীয় হিসাবে রয়েছেন দু’জন নির্দল প্রার্থী । দু'জনই রায়গঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন । দ্বিতীয় স্থানে আছেন নির্দল প্রার্থী দ্বারিকনাথ বর্মন আর তৃতীয় স্থানে আছেন পলাশ চন্দ্র মাহাতো । উভয়েরই স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 20 হাজার টাকা ।

দ্বিতীয় দফায় সবথেকে বেশি ঋণ বা লাইবিলিটি রয়েছে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের । দ্বিতীয় স্থানে রয়েছেন দার্জিলিংয়ের কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং । তৃতীয় স্থানে আছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ।

আরও পড়ুন :

  1. পাঁচ বছরে কয়েক কোটির সম্পত্তি বৃদ্ধি বিজেপির রাজু বিস্তার
  2. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি
  3. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান

ABOUT THE AUTHOR

...view details