কলকাতা, 5 এপ্রিল:গাঢ় লাল প্রচ্ছদের মাঝে 'কাস্তে হাতুড়ি-তারা' চিহ্ন দেওয়া পাতলা বই এখন অতীত। এবার সব অংশের মানুষের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিতে অভিনব কায়দায় ডিজিটাল ইস্তাহার প্রকাশ করল সিপিএম। এই ইস্তাহারে রয়েছে পরিবেশ রক্ষা থেকে সমলিঙ্গ বা পরিবর্তনকামীদের দাবি মেটানোর আশ্বাস। রয়েছে কৃষি, শিল্প থেকে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতিও। ডিজিটাল মাধ্যমে অভিনব কায়দায় প্রচারকেই হাতিয়ার করে জনমনে দাগ কাটতে চাইছে সিপিএমের তরুণ ব্রিগেড।
সেখানে বলা হয়েছে সমস্ত ধরনের ডিজিটাল নজরদারি বন্ধ হবে। বেশ কয়েক বছর ধরে একাধিক নজরদারির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রটেকশন অ্যাক্ট বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম। সংবিধান ও গণতন্ত্র রক্ষা, ইউএপিএ, আফসপা-এর মতো আইন বাতিলের পাশাপাশি বিরোধীদের কণ্ঠরোধ বন্ধ করা হবে না বলেও দাবি করা হয়েছে প্রতিশ্রুতি-পত্রে ।
বেকারত্বের হাহাকারের কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে বাম শিবির। ইস্তাহারে বলা হয়েছে, পরিকল্পনা কমিশন পুনরায় চালু হবে। বাড়ানো হবে কর্পোরেট কর। হবে পেট্রোল শুল্ক প্রত্যাহারও। পাবলিক সেক্টরে বরাদ্দ বৃদ্ধি করার কথাও বলেছে বামেরা। নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিল করার কথাও জানিয়েছে তারা।
অন্যদিকে, শিক্ষা ক্ষেত্রে সাম্প্রদায়িক মেরুকরণ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বাম শিবির । মহিলাদের ক্ষমতায়ন নিয়ে একাধিক ভাবনা-চিন্তাও প্রকাশ করেছে তারা । আইনসভায় 33 শতাংশ মহিলা সংরক্ষণ, প্রাপ্ত সম্পত্তিতে সমানাধিকার, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আনার কথাও রয়েছে। 100 দিনের কাজের বরাদ্দ দ্বিগুণ করা এবং সরকারি শূন্য পদে নিয়োগ করার কথাও জানিয়েছে তারা ৷