জাল এজেন্টকে বের করে দিলেন সেলিম (ইটিভি ভারত) মুর্শিদাবাদ, 7 মে: চলছে তৃতীয় দফার নির্বাচন ৷ ভোটের দিন সকাল থেকেই একাধিক অশান্তির ঘটনা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ৷ এদিন বুথে ঢুকে তৃণমূলের জাল এজেন্টকে টেনে বের করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম । গোপীনাথপুর শিশু শিক্ষাকেন্দ্রের ঘটনা ।
আরও এক ভুয়ো ভোটারকে ধরে বুথ থেকে বের করে পুলিশের হাতে তুলে দিলেন সেলিম । ঘটনাটি লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া 63 নম্বর বুথের । ধৃতের নাম আজিমুদ্দিন শেখ । তিনি নির্দল প্রার্থী রফিকুল ইসলামের বুথ এজেন্টের পরিচয় দিয়ে বুথে ঢুকেছিলেন বলে জানা গিয়েছে ।
অন্যদিকে, লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া 40 নম্বর বুথে ভোটদানে বাধার অভিযোগ সেলিমের । সিপিএম প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের । তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মহম্মদ সেলিম ৷ এই ঘটনায় বুথ সভাপতি হিটলারের সঙ্গে হাতাহাতি বুথ সভাপতির । বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ৷ যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, কোনওরকম সমস্যা হয়নি ৷ সিপিএম প্রার্থী যে অভিযোগ করছেন তা মিথ্যা ৷ তাদের এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ৷
আরও পড়ুন :
- ভোটের আগে মুর্শিদাবাদের দু'জায়গা থেকে উদ্ধার প্রচুর তাজা বোমা, আতঙ্ক এলাকায়
- মুর্শিদাবাদে বোমাবাজি-মারধর, ভুয়ো ভোটার ধরলেন মহম্মদ সেলিম; সরাসরি তৃতীয় দফার নির্বাচন