কলকাতা, 29 মার্চ: অবশেষে টানাপোড়েন শেষ ৷ নিজেদের দাবিতে অনড় থেকে উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা আসনে প্রার্থী দিচ্ছে বাম শরিক সিপিআই ৷ সূত্রের খবর, সিপিআইয়ের দীর্ঘদিনের পার্টিকর্মী, ন্যাশনাল কাউন্সিলের সদস্য ও স্থানীয় নেত্রী ভ্রান্তি অধিকারীকে এবারের লোকসভা আসনে প্রার্থী করতে চলেছে ভূপেশ ভবন ৷ তাই সন্দেশখালি কাণ্ডের পর আলিমুদ্দিন স্ট্রিট প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে প্রার্থী করতে চাইলেও তা আর হয়ে উঠছে না ৷
সিপিএমের পরিবর্তে সিপিআই সেখানে প্রার্থী দিচ্ছে ৷ ইতিমধ্যে, বামফ্রন্টের বৈঠকে বিমান বসু তা দু'পক্ষকে স্পষ্ট জানিয়েছে দিয়েছে ৷ খুব শীঘ্রই বসিরহাট আসনে প্রার্থী ঘোষণা হতে চলেছে ৷ এদিকে, বসিরহাট লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে হাজী নুরুল ইসলামকে ৷ 2009 লোকসভা নির্বাচনে তিনিই ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ৷
অন্যদিকে, বিজেপির তরফে ওই আসনে প্রার্থী করা হয়েছে স্থানীয় বিজেপি কর্মী রেখা পাত্রকে ৷ সন্দেশখালি কাণ্ডের পর গেরুয়া শিবির স্থানীয় মহিলাকে প্রার্থী করেছে ৷ যদিও রেখা পাত্রকে নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ্যে আসার পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেখার সঙ্গে টেলিফোনে কথা বলেন ৷ এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেই দাবি, বিজেপি সূত্রের ৷