পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টানাপোড়েন শেষে বসিরহাট লোকসভায় সিপিআই প্রার্থী ভ্রান্তি, ঘোষণা শীঘ্রই - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: বসিরহাটে বামফ্রন্টের শরিক দল সিপিআই প্রার্থী দিচ্ছে ৷ এই বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন বিমান বসু ৷ তাই বিজেপির রেখা পাত্র এবং তৃণমূলের হাজী নুরুল ইসলামের সঙ্গে ভোটযুদ্ধে মুখোমুখি হবেন সিপিআই প্রার্থী ৷

ETV Bharat
বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 9:31 AM IST

কলকাতা, 29 মার্চ: অবশেষে টানাপোড়েন শেষ ৷ নিজেদের দাবিতে অনড় থেকে উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা আসনে প্রার্থী দিচ্ছে বাম শরিক সিপিআই ৷ সূত্রের খবর, সিপিআইয়ের দীর্ঘদিনের পার্টিকর্মী, ন্যাশনাল কাউন্সিলের সদস্য ও স্থানীয় নেত্রী ভ্রান্তি অধিকারীকে এবারের লোকসভা আসনে প্রার্থী করতে চলেছে ভূপেশ ভবন ৷ তাই সন্দেশখালি কাণ্ডের পর আলিমুদ্দিন স্ট্রিট প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে প্রার্থী করতে চাইলেও তা আর হয়ে উঠছে না ৷

সিপিএমের পরিবর্তে সিপিআই সেখানে প্রার্থী দিচ্ছে ৷ ইতিমধ্যে, বামফ্রন্টের বৈঠকে বিমান বসু তা দু'পক্ষকে স্পষ্ট জানিয়েছে দিয়েছে ৷ খুব শীঘ্রই বসিরহাট আসনে প্রার্থী ঘোষণা হতে চলেছে ৷ এদিকে, বসিরহাট লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে হাজী নুরুল ইসলামকে ৷ 2009 লোকসভা নির্বাচনে তিনিই ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ৷

অন্যদিকে, বিজেপির তরফে ওই আসনে প্রার্থী করা হয়েছে স্থানীয় বিজেপি কর্মী রেখা পাত্রকে ৷ সন্দেশখালি কাণ্ডের পর গেরুয়া শিবির স্থানীয় মহিলাকে প্রার্থী করেছে ৷ যদিও রেখা পাত্রকে নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ্যে আসার পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেখার সঙ্গে টেলিফোনে কথা বলেন ৷ এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেই দাবি, বিজেপি সূত্রের ৷

এবার তাঁদের বিরুদ্ধেই বামফ্রন্টের তরফে প্রার্থী হচ্ছেন ভ্রান্তি অধিকারী ৷ যিনি 5 বার বসিরহাট জেলা পরিষদ আসনে লড়াই করেছেন ৷ 4 বার জয়ীও হয়েছেন ৷ কর্মাধ্যক্ষ ছিলেন ৷ সব মিলিয়ে স্থানীয় পরিচিত নেত্রীকে প্রার্থী করে বাজিমাত করতে চাইছে বামেরা ৷

সিপিআইয়ের এক রাজ্য স্তরের নেতার কথায়, "সিপিএম চাইলেও আমাদের আসন আমরা ছাড়ব না আগেই জানিয়েছি ৷ কারণ, বসিরহাট বরাবরই সিপিআই প্রার্থী দিয়ে থাকে ৷ আমাদের ঘাঁটি ৷ তাছাড়া, আমরা যাঁকে প্রার্থী ভেবেছি তাঁর পরিচিত আছে ৷" আজ ইটিভি ভারতের তরফে ভ্রান্তি অধিকারিকে ফোন করা হলে তিনি বিষয়টা খোলসা করেননি ৷ তবে, তাঁর দাবি, "কাকে প্রার্থী করা হবে, তা দলের সিদ্ধান্ত ৷ বাকিটা বামফ্রন্ট দেখবে ৷ স্থানীয় মানুষ বিবেচনা করে ভোট দেবেন ৷"

আরও পড়ুন:

  1. প্রচারে মুগ্ধ রচনা! দইয়ের পর এবার ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী
  2. 'অভিষেকের বিরুদ্ধে লড়তে প্রস্তুত', রাজ্য কমিটির অনুমতির অপেক্ষায় নওশাদ
  3. 'রাজবধূকে ফোন করে ভোটারদের ঘুষ মোদির', বিধিভঙ্গের অভিযোগে কমিশনে তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details