কলকাতা, 30 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চেয়েও, আবেদন প্রত্যাহার করল সিবিআই ৷ শিয়ালদা আদালতের বিচারকের প্রশ্নের জেরে, হেফাজতে চাওয়ার আবেদন ফিরিয়ে নেন সিবিআই আইনজীবী ৷
উল্লেখ্য, 6 দিনের জেল হেফাজত শেষে আজ সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদা আদালতে পেশ করা হয় ৷ সিবিআই এদিন দু’জনকে হেফাজতে চেয়ে আবেদন জানায় ৷ আবেদনে বলা হয়, সন্দীপ ও অভিজিৎকে মুখোমুখি জেরা করার প্রয়োজন রয়েছে ৷ কারণ, একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে ৷ তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ৷ সেখান থেকে পাওয়া তথ্য সম্পর্কে দু’জনকে জেরা করা দরকার ৷
কিন্তু, সন্দীপ ঘোষের আইনজীবী সিবিআইয়ের আবেদনের বিরোধিতা করেন ৷ তিনি আদালতে জানান, এর আগে সন্দীপ ঘোষকে সিবিআই নিজেদের হেফাজতে নিলেও, তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি ৷ যা শুনে বিচারক সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, "আপনারা কী আগে জেলে গিয়ে তাঁদের জেরা করেছেন ? আপনারা আবার পুলিশি হেফাজতে চাইতে পারেন ৷ কিন্তু, জেলে গিয়েও তো প্রশ্ন করা সম্ভব ৷ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ থাকলেও, কেন সন্দীপকে নিজেদের হেফাজতে চাইছে সিবিআই ? যা তথ্য পেয়েছেন, সেই মতো আগে জেলে গিয়ে জেরা করুন ৷"