পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দীপ-অভিজিৎকে হেফাজতে চেয়েও আবেদন প্রত্যাহার সিবিআইয়ের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder Case: আজ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে পেশ করা হল ৷ কিন্তু, সেখানে সন্দীপ ও অভিজিৎকে হেফাজতে নেওয়ার আবেদন করেও, তা প্রত্যাহার করা হয় ৷

RG Kar Doctor Rape and Murder Case
সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আজ শিয়ালদা আদালতে পেশ ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 12:45 PM IST

Updated : Sep 30, 2024, 6:35 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চেয়েও, আবেদন প্রত্যাহার করল সিবিআই ৷ শিয়ালদা আদালতের বিচারকের প্রশ্নের জেরে, হেফাজতে চাওয়ার আবেদন ফিরিয়ে নেন সিবিআই আইনজীবী ৷

উল্লেখ্য, 6 দিনের জেল হেফাজত শেষে আজ সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদা আদালতে পেশ করা হয় ৷ সিবিআই এদিন দু’জনকে হেফাজতে চেয়ে আবেদন জানায় ৷ আবেদনে বলা হয়, সন্দীপ ও অভিজিৎকে মুখোমুখি জেরা করার প্রয়োজন রয়েছে ৷ কারণ, একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে ৷ তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ৷ সেখান থেকে পাওয়া তথ্য সম্পর্কে দু’জনকে জেরা করা দরকার ৷

কিন্তু, সন্দীপ ঘোষের আইনজীবী সিবিআইয়ের আবেদনের বিরোধিতা করেন ৷ তিনি আদালতে জানান, এর আগে সন্দীপ ঘোষকে সিবিআই নিজেদের হেফাজতে নিলেও, তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি ৷ যা শুনে বিচারক সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, "আপনারা কী আগে জেলে গিয়ে তাঁদের জেরা করেছেন ? আপনারা আবার পুলিশি হেফাজতে চাইতে পারেন ৷ কিন্তু, জেলে গিয়েও তো প্রশ্ন করা সম্ভব ৷ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ থাকলেও, কেন সন্দীপকে নিজেদের হেফাজতে চাইছে সিবিআই ? যা তথ্য পেয়েছেন, সেই মতো আগে জেলে গিয়ে জেরা করুন ৷"

বিচারকের এই মন্তব্যের পরেই, সিবিআই আইনজীবী হেফাজতে চাওয়ার আবেদন প্রত্যাহার করে নেন ৷ এরপর বিচারক সিবিআইয়ের আইনজীবীকে বলেন, "সিবিআই জেলে গিয়ে সন্দীপ ঘোষকে জেরা করতে চাইলে, তা-ও বিবেচনা করা হবে ৷ আগে আবেদন করুন, যে আপনারা জেলে গিয়ে তাঁদের জেরা করবেন ৷"

গত শুনানিতে সিবিআই আদালতে জানিয়েছিল, 9 অগস্ট রাতের ঘটনার পর টালা থানায় বসে তথ্যপ্রমাণ লোপাটের পরিকল্পনা করা হয়েছিল ৷ সেই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ও আরও অনেক নথি সিবিআইয়ের তদন্তকারীদের হাতে এসেছে ৷ সেগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলে জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী ৷ উল্লেখ্য, গত 9 অগস্ট সকাল দশটার পর তৎকালীন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল টালা থানায় ঢুকেছিলেন ৷ কিন্তু, তার আগে পর্যন্ত তিনি কোথায় ছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে ৷

এমনকি সন্দীপ ঘোষকে জেরায় নতুন বেশ কয়েকজন চিকিৎসকের নাম উঠে এসেছে ৷ সেই দিকগুলিও খতিয়ে দেখছে তদন্তকারীরা ৷ আরজি কর-কাণ্ডে চিকিৎসকদের উত্তরবঙ্গ লবির মাথা হিসেবে পরিচিত চিকিৎসক সুশান্তকুমার রায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ গত 25 সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে সিবিআই দফতরে প্রবেশ করেছিলেন তিনি ৷ জিজ্ঞাসাবাদ শেষে সেই পিছনের গেট দিয়েই বেরিয়ে যান সুশান্তকুমার রায় ৷

Last Updated : Sep 30, 2024, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details