পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঔদ্ধত্য উধাও, শাহজাহান-সহ বাকিদের সিবিআই হেফাজতের নির্দেশ - Sandeshkhali Update - SANDESHKHALI UPDATE

Shahjahan CBI Custody: শাহজাহান-সহ বাকি ধৃতদের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ জামিনের আবেদন করা হলেও তাতে গুরুত্ব না দিয়ে ফের তাদের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:42 PM IST

বসিরহাট, 22 মার্চ: দীর্ঘ সওয়াল-জবাব শেষে শুক্রবার সন্ধ্যায় শেখ শাহজাহান-সহ সন্দশখালির ঘটনায় ধৃত ন'জনের জামিনের আবেদন নাকচ করেন বিচারক । সন্দেশখালির 8 নম্বর মামলায় ধৃত শেখ শাহজাহান, সুকমল সর্দার এবং মেহবুর মোল্লাকে ফের 6 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক । এদিকে, সন্দেশখালির 9 নম্বর মামলায় ধৃত দিদার বক্স মোল্লা এবং জিয়াউদ্দিন মোল্লাকে চারদিনের এবং শাহজাহানের ভাই শেখ আলমগীর ও মাফুজার মোল্লাকে 9 দিনের সিবিআই হেফাজতের আদেশ দিয়েছেন বিচারক । ওই একই মামলায় ধৃত সিরাজুল মোল্লা ও ফারুক আকঞ্জিকে দেওয়া হয়েছে 6 দিনের জেল হেফাজতের নির্দেশ ।

এদিন মেডিক্যাল গ্রাউন্ডে শেখ শাহজাহান-সহ অন‍্যান‍্যদের জামিনের জোরালো আবেদন করা হলেও তা গুরুত্ব দেয়নি আদালত । পত্রপাত তা খারিজ করে দেন বিচারক । শুক্রবার দুপুরের দিকে সিজিও কমপ্লেক্স থেকে শাহজাহান-সহ তার ভাই শেখ আলমগীর ও বাকি ধৃত সাতজনকে নিজেদের গাড়িতে চাপিয়ে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা ।

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এদিন প্রথমে ধৃত ন'জনকে আদালতের কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে তাঁদের পেশ করা হয় বিচারকের এজলাসে । এদিনও সিবিআইয়ের আইনজীবী তথ্য ও প্রমাণ দিয়ে শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ এই সমস্ত তৃণমূল নেতারা কতটা প্রভাবশালী তা তুলে ধরেন বিচারকের সামনে ।

সন্দেশখালিকাণ্ডে এখনও পর্যন্ত ধৃত শাহজাহান এবং ধৃত তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে কী কী তথ্য প্রমাণ হাতে উঠে এসেছে তাও এদিন বিচারকের সামনে পেশ করা হয়েছে বলে খবর সিবিআই সূত্রে । এদিকে, সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকেই শেখ শাহজাহানের শরীরী ভাষা বদলে গিয়েছে । উধাও হয়ে গিয়েছে সেই ঔদ্ধত্য ৷ এদিনও মাথা নিচু করে আদালতে ঢুকতে দেখা গিয়েছে সন্দেশখালির 'বাঘ'-কে ।

আরও পড়ুন :

  1. খুনের মামলার পরও কীভাবে পাসপোর্ট পেল শাহাজাহান ! ফের সন্দেশখালি গেল সিবিআই
  2. বিজেপি কর্মী খুনের মামলায় চার্জশিটে নেই শাহজাহানের নাম ? সিআইডি'কে ভর্ৎসনা হাইকোর্টের
  3. নারী নির্যাতনে অভিযুক্ত শিবু-উত্তমকে কেন হেফাজতে চাইছে না সিবিআই, প্রশ্ন অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details