পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে যুগলের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার, নেপথ্যে কী? - Couples Body Recovers - COUPLES BODY RECOVERS

Extramarital Affairs: যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে ৷ দেহদুটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Couples Body Recovers
যুগলের দেহ উদ্ধার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 10:37 PM IST

যুগলের দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দার বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

রায়গঞ্জ, 19 মে: যুগলের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বারদুয়ারি এলাকার মধুপুর গ্রামে । মৃতদের নাম শেখর মণ্ডল (24) ও মাম্পি শিকদার (20)। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 3 বছর আগে ডালখোলা থানার হাসান এলাকার বাসিন্দা বাপি বায়েনের সঙ্গে বিয়ে হয় চাকুলিয়া বাসিন্দা মাম্পি শিকদারের ৷ তাঁদের একটি দেড় বছরের পুত্রসন্তানও রয়েছে । বাপি দুবাইতে কাজ করেন। এদিকে কয়েকমাস আগে হাসান গ্রামের বাসিন্দা শেখর মণ্ডলের সঙ্গে ফোনে আলাপ হয় মাম্পির ৷ আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণত হয় ।

গত শনিবার মাম্পি কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় মাম্পির শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন । খুঁজে না-পেয়ে তাঁরা ডালখোলা থানায় একটি মিসিং ডায়েরি করেন । এরপর রবিবার সকালে বারোদুয়ারি এলাকার মধুপুর গ্রামের একটি বাড়ি থেকে দুর্গন্ধ পায় এলাকাবাসীরা। দুর্গন্ধ পেয়ে রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেয় ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই বাড়িতে ঢুকে দেখে দু'জন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যুগলের মৃতদেহ উদ্ধারের ঘটনা জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন বহু মানুষ । মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গর্ভমেন্ট ও মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয় । এই দু'জন বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের অনুমান ৷ স্থানীয় বাসিন্দা বাবলু বর্মন বলেন, "সকালে দুর্গন্ধ পাই । এই খবর জানাজানি হতেই বহু লোক চলে আসেন। তখন দেখা যায় দু'জন ঝুলে আছেন । এঁরা এখানে কবে এসেছেন তা আমরা কেউ জানি না ।"

আরও পড়ুন :

  1. বিবাহবার্ষিকীর পরদিন স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্বামী
  2. উচ্চশিক্ষায় বাধা, বাবা-মায়ের চাপে বিয়ে ; অষ্টমঙ্গলায় এসে আত্মঘাতী তরুণী

ABOUT THE AUTHOR

...view details