পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিখুঁত কারুকার্যে ‘প্রাণ’ পেল রামলালা, আসানসোলের দম্পতির রূপটানে মুগ্ধ নেটিজেনরা - Ram Lalla Idol in Ayodhya

Ram Lalla Idol: জীবন্ত রামলালা গড়ে চমকে দিল আসানসোলের এক দম্পতি ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রামলালার এই মডেল ৷ পেশায় রূপটান শিল্পী এই দম্পতি জীবন্ত মডেল তৈরি করেন ৷ দেখে নিন তাঁদের হাতে তৈরি জীবন্ত রামলালা...

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 5:58 PM IST

Updated : Mar 20, 2024, 6:36 AM IST

অযোধ্যার রামলালা জীবন্ত মডেল

আসানসোল, 19 মার্চ: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর দেশবাসীর মধ্য়ে উন্মাদনা সৃষ্টি হয়েছে । একদিকে ভক্তিভাব, অন্যদিকে পর্যটন। রামমন্দির ও রামলালাকে একবার দর্শন করার জন্য উন্মুখ দেশবাসী। তাই মানুষের কাছে নয়া ডেস্টিনেশন হয়ে উঠেছে অযোধ্যার রাম মন্দির। এরই মাঝে অন্যতম আকর্ষণ আসানসোলে জীবন্ত রামলালা। সালানপুর এলাকার দুই মেকআপ আর্টিস্ট এই রামলালার জীবন্ত মডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ৷

হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি ৷ এই জীবন্ত মডেল দেখে ঝোঝা যাবে না সেটি মূর্তি নয় ৷ ঠিক রামলারার উদ্বোধনের পর সোশাল মিডিয়ায় যেমন একটি জিআইএফ ফাইল ভাইরাল হয়েছিল ৷ সেই ভাইরাল জিআইএফ ভিডিয়োতে দেখা গিয়েছিল শিশু রামলালা চোখের পলক ফেলছেন আর মুচকি হাসছেন ৷ আসানসোলে ঠিক যেন অযোধ্যার রাম মন্দিরের সেই রামলালা ৷ জীবন্ত রামলালার এই মডেল গড়ে চমকে দিয়েছেন আসানসোলের দম্পতি আশিস কুণ্ডু এবং তার স্ত্রী রুবি কুণ্ডু ।

তাঁরা দু’জনেই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এর পাশাপাশি আশিস কুন্ডু নিজেই নানান মডেল তৈরি করেন । মেকআপ করার পাশাপাশি বিভিন্ন মডেল সাজিয়ে তাঁদের ফটোশুট করেন এই দম্পতি। সম্প্রতি তাঁরা ভেবেছিলেন রামলালার মডেল বানালে কেমন হয় । যেমন ভাবা তেমনি কাজ ।একটি ঝাঁ চকচকে মেকআপ স্টুডিও রয়েছে এই দম্পতির । সেখানেই রামলালার জীবন্ত মূর্তিটি তৈরি করেছেন ৷

আসানসোলের মহিশীলার আবির দে নামের এক কিশোরকে রামলালা রূপে সাজিয়েছেন এই দম্পতি । এরপর প্রায় চার ঘণ্টা ধরে টানা মেকআপের পরে রামলালার অবিকল মডেল তৈরি করেছেন । যদিও রামলালা মডেলের জন্য গহনা থেকে শুরু করে তার পিছনের সেট ও অন্যান্য নানান কিছু তৈরি করতে তাঁদের এক মাসের বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন এই দম্পতি ।

মেকআপ শিল্পী আশিস জানান, প্লাইউড, সাদা সিমেন্ট, মার্কিন কাপড় থেকে শুরু করে টায়ারের টিউব, মাটির ছোট ছোট গহনা ও মূর্তি এবং বিভিন্ন রকমের রং দিয়ে রামলালাকে ফুটিয়ে তুলেছেন । একেবারে কালো রঙের অযোধ্যার রামলালার মূর্তি ৷ এই দম্পতির বিশ্বাস প্রভু রামের কৃপা না পেলে এই কাজ সম্ভব হত না। ইতিমধ্যেই তাদের এই রামলালার মূর্তির ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে । আগে রাধাকৃষ্ণ থেকে শুরু করে সরস্বতী, আরও নানান ধরনের জীবন্ত মডেল বানালেও, এই রামলালার মূর্তি তাঁদের জনপ্রিয়তা এনে দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'জামাই আদরে' যাত্রীরা, রামলালা দর্শনের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেলের
  2. রাজসাজে চোখ ফেরানো দায়, কোন গয়নায় সাজলেন রামলালা ?
  3. উপহার জমেছে প্রচুর, রামলালার মাথায় শোভা পাওয়ার অপেক্ষায় 11 কোটির হীরের মুকুট
Last Updated : Mar 20, 2024, 6:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details