আসানসোল, 19 মার্চ: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর দেশবাসীর মধ্য়ে উন্মাদনা সৃষ্টি হয়েছে । একদিকে ভক্তিভাব, অন্যদিকে পর্যটন। রামমন্দির ও রামলালাকে একবার দর্শন করার জন্য উন্মুখ দেশবাসী। তাই মানুষের কাছে নয়া ডেস্টিনেশন হয়ে উঠেছে অযোধ্যার রাম মন্দির। এরই মাঝে অন্যতম আকর্ষণ আসানসোলে জীবন্ত রামলালা। সালানপুর এলাকার দুই মেকআপ আর্টিস্ট এই রামলালার জীবন্ত মডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ৷
হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি ৷ এই জীবন্ত মডেল দেখে ঝোঝা যাবে না সেটি মূর্তি নয় ৷ ঠিক রামলারার উদ্বোধনের পর সোশাল মিডিয়ায় যেমন একটি জিআইএফ ফাইল ভাইরাল হয়েছিল ৷ সেই ভাইরাল জিআইএফ ভিডিয়োতে দেখা গিয়েছিল শিশু রামলালা চোখের পলক ফেলছেন আর মুচকি হাসছেন ৷ আসানসোলে ঠিক যেন অযোধ্যার রাম মন্দিরের সেই রামলালা ৷ জীবন্ত রামলালার এই মডেল গড়ে চমকে দিয়েছেন আসানসোলের দম্পতি আশিস কুণ্ডু এবং তার স্ত্রী রুবি কুণ্ডু ।
তাঁরা দু’জনেই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এর পাশাপাশি আশিস কুন্ডু নিজেই নানান মডেল তৈরি করেন । মেকআপ করার পাশাপাশি বিভিন্ন মডেল সাজিয়ে তাঁদের ফটোশুট করেন এই দম্পতি। সম্প্রতি তাঁরা ভেবেছিলেন রামলালার মডেল বানালে কেমন হয় । যেমন ভাবা তেমনি কাজ ।একটি ঝাঁ চকচকে মেকআপ স্টুডিও রয়েছে এই দম্পতির । সেখানেই রামলালার জীবন্ত মূর্তিটি তৈরি করেছেন ৷