নদিয়া, 19 অগস্ট: রাখিবন্ধন উৎসবকে পরিবেশবান্ধব করে তুলতে অনন্য উদ্যোগ নদিয়ার এক সমবায় সমিতির ৷ ভুট্টা দিয়ে তৈরি করা হল রাখি ৷ আর এই রাখি তৈরি করলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷
বাজার কাঁপাচ্ছে ভুট্টার রাখি (ইটিভি ভারত) সমবায় সমিতির সদস্য সুনিতা হালদারের কথায়, "আমরা প্রত্যেকবারই রাখিতে নতুন কিছু করার চেষ্টা করি ৷ বাজারে সচরাচর ভুট্টার রাখি দেখা যায় না ৷ আমাদের এখানে সেভাবে ভুট্টা পাওয়া যায় না ৷ অল্প টাকায় সাধারণ মানুষের হাতে রাখি তুলে দিতে আমাদের এই উদ্যোগ ৷ কিছু মহিলা এই কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছে ৷"
নদিয়ার কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত চন্দননগরের এই সমবায় সমিতি প্রতি বছরই নিত্য নতুন পরিবেশবান্ধব রাখি তৈরি করে থাকেন । এবারেও তার অন্যথা হয়নি ৷ নতুন কিছু করার চিন্তাভাবনাকে মাথায় নিয়ে ভুট্টার খোসা দিয়ে রাখি তৈরি করছে তারা ৷ কারণ দিনে দিনে পরিবেশে বাড়ছে দূষণের মাত্রা ৷ সেই দূষণ যদি কিছুটাও রোধ করা যায়, সেখান থেকেই এই ভুট্টা দিয়ে রাখি বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷ পাশাপাশি এই রাখি তৈরির মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন মহিলারা ৷
বর্তমান বাজারে চাহিদাও বাড়ছে ভুট্টার রাখির ৷ অন্যান্য রাখির থেকে ভুট্টার রাখির দামও কম ৷ সমবায় সমিতির তরফে জানানো হয়েছে, দশ টাকা থেকে শুরু করে 25 টাকা কিংবা 30 টাকা পর্যন্ত ভুট্টার রাখির দাম রাখা হয়েছে । যাতে সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যে এই পরিবেশবান্ধব রাখি কিনতে পারেন এবং রাখিবন্ধন উৎসব পালন করতে পারেন ।
ভুট্টার রাখি তৈরি করছেন মহিলারা (নিজস্ব ছবি) সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস বলেন, "এর আগে আমাদের সমবায় সমিতির মহিলারা কচুরিপানার থেকে পাটের রাখি তৈরি করেছিলেন । তাতে ভালো সাড়া মিলেছিল ৷ তবে এবার আরেকটু নতুন কিছু করার চিন্তাভাবনা করে ভুট্টার খোসা দিয়ে রাখি তৈরির কথা ভাবা হয় ৷ সেই অনুযায়ী কাজ চলছে ৷ এই পরিবেশবান্ধব রাখি তৈরির কাজ করে মহিলারা যথেষ্টই আনন্দিত এবং তারা স্বনির্ভর হতে পারছেন । পাশাপাশি বাজারেও ভালো দর মিলছে ভুট্টার রাখির ৷"
আজ রাখিবন্ধন উৎসব ৷ দেশজুড়ে পালিত হচ্ছে রাখি ৷ ভাই ও বোনেরা এক ওপরের হাতে রাখি পরিয়ে দিচ্ছে ৷ সঙ্গে শপথ নিচ্ছে সারাজীবন পাশে থাকার ৷ তবে আজ যদিও রাখিবন্ধন উৎস কেবল আর ভাই-বোনদের মধ্যেই সীমাবদ্ধ নেই ৷ রাখি সৌহার্দ্যের উৎসবও বটে ৷