কোচবিহার, 16 মে: শহরের একাকী প্রবীণদের পাশে দাঁড়াতে 'সম্মান' প্রকল্প চালু করল কোচবিহার পুলিশ । বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশ লাইনের হলঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা করেন রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ) রাজেশ যাদব। এই প্রকল্পের মধ্য দিয়ে কোচবিহার শহরের একাকী প্রবীণদের সুরক্ষা থেকে শুরু করে বিপদে সাহায্য, আইনি পরামর্শ ও বিভিন্ন উৎসবে অংশ নেওয়া-সহ বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। এদিন প্রথম পর্যায়ে কোচবিহার শহরের 30 জন বয়স্ক মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামিদিনে জেলার সমস্ত বয়স্ক মানুষকে এর আওতায় নিয়ে আসা হবে ।
এদিন সবার হাতে একটি কার্ড দেওয়া হয়েছে। সেখানে পুলিশের হেল্পলাইন নম্বর রয়েছে। সেই নম্বরে ফোন করে সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে । পাশাপাশি, পুলিশের একটি টিম করা হবে যারা নিয়মিত ওই প্রবীণ-প্রবীণাদের সঙ্গে যোগাযোগ রাখবে। আইজি রাজেশ যাদব বলেন, "বাড়িতে যে সমস্ত বয়স্ক পুরুষ ও মহিলারা একাকী থাকে তাঁদের সেবা, সম্মান ও সবধরনের সহযোগিতা করার লক্ষ্যে এই পরিকল্পনা। প্রথম পর্যায়ে কোচবিহার শহরের 30 জন বয়স্ক মানুষদের নিয়ে এই পরিকল্পনা নেওয়া হয়েছে । পরবর্তীকালে জেলার সমস্ত বয়স্ক লোকেদের অন্তর্ভুক্ত করা হবে ।"