একয় অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে সংবর্ধনা জানান কয়লা কাণ্ডে অভিযুক্ত শেখ সদ্রুদ্দিন ওরফে সদু । শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷
আসানসোল, 9 ডিসেম্বর: কয়লার বেআইনি কাববার সংক্রান্ত একটি মামলায় চূড়ান্ত চার্জ গঠন মঙ্গলবার ৷ সে কথা আগেই জানিয়ে দিয়েছেন আসানসোল সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ এবার সেই কাণ্ডে অভিযুক্ত এক কয়লা মাফিয়াকে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতিকে সংবর্ধনা জানাতে ৷ বিষয়টি জানাজানি হতেই রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ৷
একটি সংগঠনের তরফে জামুরিয়ায় গণবিবাহের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ৷ তাঁকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান মামলার অন্যতম অভিযুক্ত শেখ সদ্রুদ্দিন ওরফে সদু। সংবর্ধনার সেই ছবি প্রকাশিত হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায় । শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও ।
জেলা পরিষদের সভাধিপতিকে সংবর্ধনাকে কেন্দ্র করে তরজা (ইটিভি ভারত)
উল্লেখ্য়, বেআইনি কয়লাপাচার কাণ্ডে মোট 48 জন অভিযুক্তের নামে চার্জশিট জমা করেছে সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই চার্জশিটে নাম রয়েছে শেখ সদ্রুদ্দিন ওরফে সদুরও। অভিযোগ, বাম আমল থেকেই কয়লা চুরিতে হাত পাকিয়েছেন তিনি । রাজ্যে সরকার পরিবর্তনের পর তাঁর এই বেআইনি কারবার আরও ফুলে ফেঁপে উঠেছে ৷ কয়লা-কাণ্ডে নাম জড়ানোর পাশাপাশি আরও বেশ কিছু মামলায় তাঁর নাম জড়িয়েছে। জামুড়িয়া এলাকায় 'কুখ্যাত কয়লা মাফিয়া' হিসেবেই পরিচিত শেখ সদ্রুদ্দিন ওরফে সদু । তাঁকে দেখা গেল তৃণমূলের অনুষ্ঠানে জেলার সভাধিপতিকে সংবর্ধনা জানাতে ।
বিষয়টি নিয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ রায় বলেন, "তৃণমূল মানেই কয়লা চোর, বালি চোর । জেলা পরিষদের সভাধিপতিকে কয়লা মাফিয়া ফুলের তোড়া দিচ্ছেন এ আর নতুন কী? এটাই তো চরিত্র ওঁদের ।" অন্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূল নেতা ভি শিবদাশন দাশু বলেন, "আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি । বিশ্বনাথ বাউরি কেন ফুল নিয়েছেন সেটা উনিই বলতে পারবেন। তবে বিরোধীদের কাজ সমালোচনা করা । তাই কে কী বলল, আমরা অত মনে রাখি না ।"