মুর্শিদাবাদ, 20 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ড নিয়ে ডোমকলের তৃণমূল যুবনেতার মন্তব্যে অস্বস্তিতে শাসকদল ৷ রাজু মণ্ডল নামে তৃণমূলের যুবনেতা দাবি করেন, আরজি করের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় 'তৃণমূল কংগ্রেস দায়ী' ৷ আর তাঁর এই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে জেলা নেতৃত্ব ৷ এ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিরোধী কংগ্রেস ও সিপিআইএম ৷
আরজি কর-কাণ্ড নিয়ে ডোমকলের তৃণমূল যুবনেতার মন্তব্যে অস্বস্তিতে শাসকদল ৷ (ইটিভি ভারত) ডোমকল পুরনো বিডিও মোড়ে তৃণমূলের সংখ্যালঘু শাখার একটি জনসভা থেকে ওই যুবনেতা বলেন, "আজ তিলোত্তমার মৃত্যুর জন্য আমরা দায়ী ৷ কিন্তু, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য যে 34 জন মানুষ মরেছে, তার দায় কে নেবে ?" অস্বস্তির যুবনেতার এই মন্তব্য ভুলবশত করা বলে দাবি করেছেন ডোমকল টাউন তৃণমূলের সভাপতি রিন্টু মণ্ডল ৷ তিনি পালটা দাবি করেছেন, "এখনও পর্যন্ত যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, তাঁরা সাধারণ মানুষ তথা বাংলার ভালো চান না ৷"
উল্লেখ্য, ডোমকলের তৃণমূল যুবনেতা রাজু মণ্ডল দাবি করেছেন, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন পুরোপুরি রাজনৈতিক ৷ বিজেপির মদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে নষ্ট করতেই এই আন্দোলন ৷ তাঁর সেই দাবিকে সমর্থনও করেছেন, ডোমকল টাউন তৃণমূলের সভাপতি ৷ অন্যদিকে, তৃণমূল যুবনেতার মন্তব্য আদতে সত্যি বলে দাবি করেছে বিরোধী সিপিআইএম ও কংগ্রেস ৷ স্থানীয় সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমানের মতে, "মুখ ফসকে হলেও সত্যি কথা বেরিয়ে পড়েছে ৷ তবে, এর জন্য ওই যুবনেতা আর বেশিদিন পদে থাকবেন না ৷"
কংগ্রেস নেতা তৌহিদুল ইসলাম বলেন, "এতদিন ধরে জলঘোলা করে কী লাভ হল ? সিবিআই তদন্তে যে সব তথ্য উঠে আসছে, তাতে স্পষ্ট তৃণমূলের যোগ রয়েছে আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ৷ সেটাই এবার ওই যুবনেতা স্বীকার করে নিয়েছেন ৷"