পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিখোঁজ ! বিজেপি প্রার্থীর নামে পোস্টার ঘিরে ভোটের মুখে রাজনৈতিক বিতর্ক মালদায় - LS POLLS 2024

BJP Candidate Missing Poster: ভোটের মুখে মালদা শহরজুড়ে নিখোঁজ পোস্টার পড়ল ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে ৷ তিনি এবারের লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী ৷ পোস্টার বিতর্কে তৃণমূলকে দুষছে বিজেপি ৷ অভিযোগ মানতে নারাজ শাসকদল ৷

Sreerupa Mitra Chaudhury missing poster
Sreerupa Mitra Chaudhury missing poster

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 6:20 PM IST

মালদা, 4 এপ্রিল: শহর জুড়ে পোস্টার ৷ তাতে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি ৷ উপরে লেখা, 'সন্ধান চাই' ৷ ছবির মধ্যে 'মিসিং' ছাপও দেওয়া ৷ এই পোস্টার ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে তোলপাড় মালদা শহর ৷ লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শ্রীরূপাকে ৷ রাজনৈতিক মহল বলছে, নির্বাচনী রাজনীতিরই শিকার ইংরেজবাজারের বিধায়ক ৷ এ নিয়ে খোদ শ্রীরূপা সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও দলের তরফে সরাসরি দায়ী করা হয়েছে তৃণমূলকে ৷ যদিও ঘাসফুল শিবিরের দাবি, এই ঘটনা বিজেপির দলীয় কোন্দলের উদাহরণ ৷

দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী

সকালে প্রথম এই পোস্টারের দেখা মেলে মালদা শহরের কেন্দ্রস্থল, ফোয়ারা মোড় এবং সংলগ্ন এলাকায় ৷ পরে দেখা যায়, শুধু ওই এলাকা নয়, শহরের বিভিন্ন এলাকাতেই সাঁটা রয়েছে এই পোস্টার ৷ এদিনই মালদা নির্বাচনী সভা করতে আসেন শুভেন্দু অধিকারী ৷ জেলায় তাঁর পা পড়ার আগে এমন পোস্টারে শুধু রাজনৈতিক মহল নয়, চাঞ্চল্য ছড়িয়েছে ৷

গোটা বিষয়টি নিয়ে 'স্পিকটি নট' শ্রীরূপা ৷ তাঁর সাফ কথা, এ নিয়ে তিনি একটি শব্দও বলবেন না ৷ তবে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ ইটিভি ভারতকে বলেন, "কারা এই কাজ করেছে তা খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ৷ এটা রাজ্যের শাসকদল তৃণমূলের অপপ্রচার ৷ এর আগেও তারা এই ধরনের পোস্টার সেঁটেছিল ৷ কারণ, এবারের নির্বাচনে মানুষের কাছে যাওয়া এবং ভোট চাওয়ার মুখ তাদের নেই ৷ এই রাজ্য সরকারের আমলে একের পর এক প্রচুর দুর্নীতি প্রকাশ পেয়েছে ৷ তৃণমূল শাসিত রাজ্য সরকার রাজ্যের সামগ্রিক উন্নয়ন করতে ব্যর্থ ৷"

শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে নিখোঁজের পোস্টার

তাঁর কথায়, "শুধু ভারত নয়, গোটা বিশ্ব নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ ৷ নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে, তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গড়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে ৷ এই অবস্থায় ওরা কোনও বিষয় নিয়েই মানুষের কাছে যেতে পারছে না ৷ ওদের দেখে আমার করুণা হচ্ছে ৷ গত 2 মার্চ দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে শ্রীরূপাদির নাম ঘোষিত হয়েছে ৷ তারপর থেকে তিনি গোটা মালদা ঘুরে বেড়াচ্ছেন ৷ বুধবার পারলালপুরে আগুন লেগেছিল ৷ সেখানে গিয়ে তিনি ত্রাণও দিয়ে এসেছেন ৷ এরপর এই ধরনের অপপ্রচার করে কোনও লাভ হবে না ৷ মানুষের মধ্যে কোনও প্রভাব পড়বে না ৷ আমরা এ নিয়ে একদমই উদ্বিগ্ন নই ৷ কারণ, এর মধ্যে কোনও সত্যতা নেই ৷ এই ধরনের অপপ্রচার করে ওরা নিজেরাই নিজেদের পরিচয় দিচ্ছে ৷"

পার্থর অভিযোগ প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, "কেউ কোনও অভিযোগ করলে তার সপক্ষে প্রমাণ দিতে হবে ৷ আসলে শ্রীরূপা মিত্র চৌধুরীকে খুঁজে পাচ্ছে না বলে বিজেপির কর্মীরাই তাঁর প্রচারে নামতে চাইছেন না ৷ নিজেদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আনতে তাঁরা নিজেরাই পোস্টার ছাপিয়ে বিভিন্ন জায়গায় সেঁটে দিয়েছেন ৷ আমার মনে হয়, এর সঠিক তদন্ত হওয়া উচিত ৷ তবে এটা ঠিক, শ্রীরূপা মিত্র চৌধুরী গত পাঁচ বছর ধরে নিখোঁজই ছিলেন ৷ তাঁকে করোনার সময় পাওয়া যায়নি ৷ মানুষের বিপদে কিংবা আনন্দেও তাঁকে আমরা পাই না ৷ পাঁচ বছর পর ভোটে দাঁড়াবেন বলে আবার এসেছেন ৷ গোটা দক্ষিণ মালদার মানুষ তাঁকে খুঁজে বেড়াচ্ছে। এটা কিন্তু বাস্তব ৷ মানুষ বলছে, পাঁচ বছর আগে তিনি ভোট চাইতে এসেছিলেন, পাঁচ বছর পর নাটক করতে ফের মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন ৷"

আরও পড়ুন:

  1. রেখা পাত্রকে প্রার্থী হিসেবে না-পসন্দ! বিরোধিতায় পথে সন্দেশখালির মহিলারা
  2. 'তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়', মোদির সভার আগে পোস্টার পড়ল বনগাঁয়
  3. 'অভিজিৎ তুমি তো লোভী', পোস্টারের মাঝেই শুভেন্দু গড়ে প্রাক্তন বিচারপতি

ABOUT THE AUTHOR

...view details