কলকাতা, 30 মে: ত্রিকোণে নেই তিনটি কোণ ৷ পঞ্চভূজের ইংরেজি পেন্টাগন থেকে হয়ে গিয়েছে পেটাগন ৷ স্কুলের পাঠ্যবইয়ে এমন ভুল নজরে আসতে পড়ে গিয়েছে হইহই কাণ্ড ৷ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ইংরেজি মাধ্যমের গণিত বইতে এমন ভুল নজরে আসায় শোরগোল তৈরি হয়েছে শিক্ষা মহলে ৷ ইংরেজি ভাষায় অনুমোদিত গণিত বই 'গণিতপ্রবাহ' বইটিতে রয়েছে এই ভুল। যদিও বাংলা গণিত বইতে এমন ভুল ধরা পড়েনি ৷
যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের গণিতের শিক্ষক সমরকুমার পাইক বলেন, "এ ধরনের ভুলভ্রান্তি থাকে। যেগুলো আমরা পড়ানোর সময় ঠিক করে নিয়ে থাকি। তবে এই বিষয়গুলো পর্ষদের আরও খুঁটিয়ে দেখা উচিত।" একই কথা শোনা গিয়েছে নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষকের মুখে। প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, "পড়ানোর সময় আমরা ছাত্রদেরকে বলি এই ভুলগুলো ঠিক করে নিতে। কিন্তু হ্যাঁ, এই বিষয়গুলো খুবই জরুরি তথ্য দেয়। তাই সিলেবাস কমিটির এ বিষয়টা গুরুত্বপূর্ণ ভাবে দেখা উচিত।"
যদিও মধ্যশিক্ষা পর্ষদ পুরো বিষয়টি নিয়ে গিয়েছে সিলেবাস কমিটির দায়িত্বে। মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক বলেন, "বিষয়টি নিয়ে আমরা সিলেবাস কমিটির সঙ্গে যোগাযোগ করব। যদি ভুল থাকে অবশ্যই তা সংশোধন করা হবে। " 2012-13 শিক্ষাবর্ষ শেষে বদল এসেছিল মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে। এই বছর উচ্চমাধ্যমিকের বদল আসলেও মাধ্যমিক পর্যন্ত কোনও বদল আসেনি। ফলে নতুন করে সিলেবাস তৈরি করার সময় বিষয়গুলো নজর দেওয়া হয় বলেই আশ্বাস সিলেবাস কমিটির।
সিলেবাস কমিটির বর্তমান চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "বইগুলি আগের বিশেষজ্ঞ কমিটির আমলে তৈরি করা হয়েছিল। আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির সব বিষয়ের পাঠ্যক্রম ও পাঠ্যবই পর্যালোচনা করতে বলেছি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের। তাঁরা কাজও করছেন। আশা করি, তাঁদের নজরে এই ভুলগুলি আসবে।" আশা করা যায়, অনিচ্ছাকৃত এই ভুলের সংশোধন দ্রুততার সঙ্গে করে ফেলবে শিক্ষামহলের বিভিন্ন দফতর ৷ যাতে পড়ুয়াদের শেখার ভিতে কোনও ত্রুটি না-থেকে যায় ৷