কলকাতা, 2 মে: তৃতীয় দফা ভোটের আগে খাস কলকাতায় খুন ৷ কংগ্রেস নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার জেলা নির্বাচন কমিশনকে এ বিষয়ে অভিযোগ করেছে হাত শিবির ৷ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সুমন রায় চৌধুরী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক খুনোখুনি শুরু করলেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে আমাদের নেতাকে খুন করা হয়েছে । কারণ তৃণমূল রাজনৈতিক পরিসরে বিরোধীদের চায় না । তবে আমরা পালটা খুনোখুনির রাজনীতিতে যাব না । বরং, বাংলার মানুষের কাছে জানতে চাইব, বাংলায় খুনোখুনির রাজনীতি চান কী চান না !"
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কলকাতার কাইজার স্ট্রিটে । মৃত ব্যক্তির নাম ইমাম উদ্দিন আনসারি । কংগ্রেস সূত্রে খবর, উত্তর কলকাতার 36 নম্বর ওয়ার্ডের ব্লক কংগ্রেস সভাপতি ছিলেন তিনি ৷ তিনি নারকেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা । এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট তিনজনকে আটক করেছে পুলিশ ৷ তাদের নারকেলডাঙ্গা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
অভিযোগ, ইমাম উদ্দিনকে 6-7 জন দুষ্কৃতী এসে এলাকায় প্রথমে ঘিরে ফেলে ৷ এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে লাগাতার কোপাতে থাকে । ঘটনাটি যেখানে ঘটে সেটি জনবহুল হওয়ায় এলাকার বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন। ইমাম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নীল রতন হাসপাতালে । চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷