পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি বসেই অনলাইনে থানায় অভিযোগ, কলকাতাপ পথে হুগলি - Police Complaint via online - POLICE COMPLAINT VIA ONLINE

Police Complaint via Online: পুলিশে অভিযোগ জানানোর জন্য এবার আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না ৷ বাড়ি বসে অনলাইনেই করা যাবে অভিযোগ ৷ লালবাজারের পর এবার এমন সিদ্ধান্ত নিল হুগলি গ্রামীণ পুলিশ ৷

Police Complaint via Online
অভিনব পদক্ষেপ হুগলি গ্রামীণ পুলিশের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 8:31 PM IST

সিঙ্গুর, 6 জুলাই: কলকাতার পর এবার জেলা ৷ এবার থেকে পুলিশ স্টেশনে না গিয়েই অভিযোগ জানানো যাবে । এটিএম কার্ড, মোবাইল-সহ একাধিক সার্টিফিকেট হারিয়ে গেলে বাড়িতে বসেই অভিযোগ জানান যাবে । কলকাতার পর অনলাইনে অভিযোগ দায়ের করার এই সুযোগ পেতে চলেছেন হুগলি গ্রামীণ থানা এলাকার বাসিন্দারা ৷

ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই থানায় অভিযোগ করা যাবে । জনসাধারণের সুবিধার্থে ই-জিডিই পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেন । আগামী 7 জুলাই থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে প্ৰতিটি থানায় । 24 ঘণ্টার মধ্যেই অভিযোগকারীরা জেনারেল ডায়েরি নম্বর পেয়ে যাবেন । সেটা সঠিক কিনা খতিয়ে দেখার পর ব্যবস্থা নেবে পুলিশ । থানায় এসে অপেক্ষা না করেই সহজে সমাধান পাবেন নাগরিকরা ।

মূলত অনলাইনের মাধ্যমে থানায় নথিভুক্ত করা যাবে জেনারেল ডায়েরি । জেনারেল ডায়েরি বা জিডিই নম্বর পাওয়ার জন্য স্ব-শরীরে থানায় আসার কোনও প্রয়োজন পড়বে না বলে জানালেন হুগলি গ্রামীণ পুলিশ থানার পুলিশ সুপার কামনাশিস সেন । সাধারণত আধারকার্ড, এটিএম কার্ড, ব্যাঙ্কের পাস বই, জন্ম-সার্টিফিকেট, মৃত্যু-সার্টিফিকেট, ডঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত-শংসাপত্র, ই-জিডি, বিদ্যুৎ বিল, ব্যাঙ্ক লকারের চাবি, কেডিপি/ এনএসসি, ল্যাপটপ, এলআইসি পলিসি, মেডিক্লেইম কার্ড, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বরপ্লেট, অফিস আইডিকার্ড, প্যানকার্ড, পরচা, পাসপোর্ট, রেলপাস, রেশন কার্ড, ভাড়াবিল, শেয়ার সার্টিফিকেট, সিমকার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্সরসিদ ভোটার আইডি কার্ডের জন্য জেনারেল ডায়েরি করা যাবে অনলাইনের মাধ্যমে ।

ই-জিডিই করার জন্য http://egd.hooghlyruralpd.in/hooghlyrurslpolice.wb.gov.inএই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার পর জেনারেল ডায়েরি করতে পারবেন সাধারণ মানুষ। হুগলি গ্রামীণ পুলিশ সুপার জানান, প্রবীণ নাগরিকদের আর থানায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না । নির্দিষ্ট তালিকা অনুযায়ী অভিযোগগুলি সম্পর্কে অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন যে কোনও ব্যক্তি । জেলা এবং শহরতলির সমস্যা একই ৷ সে কথা মাথায় রেখে কলকাতা ও ব্যারাকপুরের মতোই হুগলি গ্রামীণ থানাগুলিতে এই অ্যাপ চালু করা হয়েছে বলে জানান তিনি ।

তিনি আরও জানান, এই অ্যাপে কেবলমাত্র একবারই লগ-ইন করে রেজিস্টার করতে হবে । অ্যাপের মধ্যেই জিডি নম্বর দেওয়া থাকবে ৷ সেটা ডাউনলোড করে নিতে হবে । উপযুক্ত নথি দিয়ে তবেই আপলোড করতে হবে । যদি এর মধ্যে কোনও ভুয়ো নথি পাওয়া যায় তবে সেটিকে বাতিল করে দেওয়া হবে বলেও জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details