ভেসেল পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা গঙ্গাসাগর, 3 ফেব্রুয়ারি: বৃষ্টি কমে পারদ চড়লেও শনিবার ঘন কুয়াশায় চাদরে ঢাকল দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা ৷ আর ঘন কুয়াশা মানেই দৃশ্যমান্যতা হ্রাস ৷ আর দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলে ভোর থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ লর্ড নম্বর 8 পর্যন্ত বন্ধ রাখা হল ফেরি চলাচল পরিষেবা । তাতে চরম ভোগান্তি পোহাতে হল নিত্যযাত্রীদের ৷ কেউ যাবে হাসপাতাল, তো কেউ কাজে ৷ ভেসেল না পেয়ে রোগী নিয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল যাত্রীদের ৷
সুকল্যাণ মণ্ডল নামে এক রোগীর আত্মীয় বলেন, "ভোর চারটা থেকে ফেরিঘাটে অপেক্ষা করছি । কিন্তু ভেসেল পরিষেবা বন্ধ ৷ এর ফলে সমস্যায় পড়েছি । রোগীকে আমরা কাকদ্বীপে নিয়ে যেতে পারছি না । ঘন কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা৷ কখন এই ভেসেল পরিষেবা পুনরায় চালু হবে তা আমরা জানি না ।"
যদিও এ বিষয়ে ভেসেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার কমে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা । এই ঘন কুয়াশার মধ্যে ভেসেল চলাচল করলে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে । তাই সাধারণ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে । আবহাওয়ার উন্নতি হলে পুনরায় আবার ভেসেল পরিষেবা চালু হয় । চলছে মাধ্যমিক পরীক্ষা ৷ ঘন কুয়াশার কারণে কার্যত কিছুটা হলেও আংশিক ভোগান্তির মুখে পড়তে হচ্ছে পরীক্ষার্থীদেরও ।
ঘন কুয়াশায় ঢাকল দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা হ্রাসের ফলে স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও দেরিতে চলে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেনগুলি । এছাড়াও ঘন কুয়াশার কারণে দক্ষিণ 24 পরগনার 117 নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় । কুয়াশার মধ্যে ফক লাইট ব্যবহার করেও ধীর গতিতে চলাচল করে যানবাহন ।
আরও পড়ুন:
- 6 ঘণ্টা পর হদিশ গঙ্গাসাগরে ভোররাতে নিখোঁজ পুণ্যার্থীদের ভেসেলের
- ঘন কুয়াশায় মাঝ নদীতে দিকভ্রষ্ট যাত্রী বোঝাই 3 ভেসেল
- ঘন কুয়াশায় কম দৃশ্য়মানতা, বাস-ট্রাকের সংঘর্ষে আহত 5