সামশেরগঞ্জ, 7 অগস্ট: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের কলেজ ছাত্র সোহেল রানার। যুবকের মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার। আতঙ্ক ছড়াল এলাকায়। জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 300 ছাড়িয়েছে। অন্যদিকে, ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা 485 জন।
জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির তিনদিনের মাথায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল কলেজ পড়ুয়া এক ছাত্রের। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে। মৃত ওই ছাত্রের নাম সোহেল রানা (19)। সে সুতির অরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার রাতে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রের।
সোহেল রানার মৃত্যুতে কার্যত ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। কলেজ ছাত্রের মৃত্যুর পাশাপাশি এলাকায় আরও ছয়জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই এলাকায় স্প্রে করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর।
সোহেল রানার পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই কলেজ ছাত্র। তারপর, কয়েকদিন আগেই একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করান। সেখানেই ডেঙ্গি পজেটিভ ধরা পড়ে । তড়িঘড়ি তাকে সুতির মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বেলা গড়াতেই ফের যুবকের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয় । কিন্তু, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উমরপুর তালাই মোড় সংলগ্ন বেসরকারি নার্সিংহোমে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দশটা নাগাদ মৃত্যু হয় সোহেল রানার।
এদিকে, ডেঙ্গি আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সামসেরগঞ্জ ব্লক স্বাস্থ্য দফতর। এলাকা পরিদর্শনে যাওয়ার পাশাপাশি ডেঙ্গি নিরসনে যাবতীয় পদক্ষেপ শুরু করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে । সাধারণ মানুষকে সচেতনও করা হচ্ছে।