কলকাতা, 1 ফেব্রুয়ারি: ধরনা মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একশো দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ দেওয়ার বিষয়ে এক তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন তিনি ৷ এর মধ্যে কোনও ইতিবাচক জবাব না পেলে 2 ফেব্রুয়ারি থেকে ধরনায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাই ময়দান চত্বরে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে ৷
মূল মঞ্চের পিছন দিকে একটি আলাদা ঘর তৈরি করা হচ্ছে ৷ সেই ঘরে বসেই প্রশাসনিক কাজকর্ম করবেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ বাংলার দাবিদাওয়া আদায়ে আন্দোলনে নামলেও গুরুত্বপূর্ণ বৈঠক থেকে শুরু করে অন্য প্রশাসনিক সিদ্ধান্ত ওই ঘরেই সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ৷
এদিকে আগামী 2 ফেব্রুয়ারি দুই বর্ধমান জেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করবেন, এমনটাই পূর্ব নির্ধারিত ছিল ৷ তবে এবার রাজপথে বসেই এই জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন তিনি ৷ দুই বর্ধমান মিলে মোট তিনটি লোকসভা আসন রয়েছে ৷ গত লোকসভা নির্বাচনে যার দু'টিতেই জয়ী হয়েছিল প্রধান বিরোধী দল বিজেপি ৷