কলকাতা/পাথরপ্রতিমা, 25 অক্টোবর: ঘূর্ণিঝড় দানার জেরে রাজ্যে একজনের মৃত্যু হয়েছে ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, রাজ্য সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে সব ধরনের সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । জানা গিয়েছে, পাথরপ্রতিমা ব্লকের শ্রীধর নগর এলাকায় ভেঙে পড়া গাছ ছাদ থেকে সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক নাবালকের । তার নাম শুভজিৎ দাস (17)৷
ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে কী অবস্থা, শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা বৈঠক করে তার খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই পর্যালোচনা বৈঠক থেকে তাঁর বার্তা, "রাজনীতি করার সময় এখন নয় । দুর্গত মানুষের পাশে থাকতে হবে সবাইকে। যুদ্ধকালীন তৎপরতায় মানুষের পাশে দাঁড়াতে হবে ৷ জল, খাবার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর জোগান দিতে হবে ।"
এদিন মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছেন যে, ত্রাণ দেওয়ার ক্ষেত্রে রঙ দেখলে চলবে না ৷ প্রত্যেক দুর্গত মানুষ যাতে সাহায্য পান, তা নিশ্চিত করতে হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা বৈঠক করতে বসে শুক্রবার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে সতর্কতা হিসাবে নিচু এলাকা থেকে 2 লাখ 16 হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া, জল জমা, নদী বাঁধ ভেঙে যাওয়ার খবর আসছে । যুদ্ধকালীন তৎপরতায় সেই পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত, এবারের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর । এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত সাগর ও নামখানাও । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অধিকাংশ জায়গা থেকে মানুষেরা বলছেন, জেলাশাসক এবং পুলিশ সুপার ভালো কাজ করেছেন । ক্ষয়ক্ষতি পর্যালোচনার ক্ষেত্রে আধিকারিকদের আরও একটি দিন অপেক্ষা করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ আগামিকাল বৃষ্টি থেমে গেলে 48 ঘণ্টা পরে কী অবস্থা রয়েছে তা জানাতে বলেন তিনি ।