ঝাড়গ্রাম, 5 জুলাই: গ্রামের খোলা মাঠে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা! এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চাষের জমির মাটি খুঁড়ে উদ্ধার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ৷ এরপর শুক্রবার দুপুরে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতির পর বিস্ফোরণ ঘটানো হয় সেই বোমাটির ৷
এদিন এই বোমা বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, "গতকাল আমরা জানতে পারলাম যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা মিলেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে ৷ সেখানে ভুলনপুর গ্রামের একটি খোলা মাঠে না-ফাটা এই বোমাটি পড়েছিল ৷ পুলিশ, রাজ্য সরকার এবং বায়ুসেনা তড়িঘড়ি পদক্ষেপ করে ৷ ঘটনাস্থলের আশপাশ থেকে মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এরপর সেটিকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয় ৷" সবাই মিলেমিশে ভালো কাজ করার জন্য পুলিশ প্রশাসন বায়ু সেনা-সহ এই কাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
এর আগে গত সপ্তাহে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত ভুলনপুর গ্রামের সুবর্ণরেখা নদীর তীরে চাষের জমি থেকে উদ্ধার হয়েছিল একটি বিশাল আকৃতির ধাতব সিলিন্ডার ৷ সিলিন্ডারটি দেখে প্রথমেই বোমা বলে মনে করা হয়েছিল ৷ তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপীবল্লভপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বালিভাষা ও সংকরবনি এলাকায় ব্রিটিশদের বিমান ঘাঁটি ছিল ৷ তাই ধাতব সিলিন্ডারটিকে সাধারণ সিলিন্ডার হিসেবে বলে কেউই মনে করেননি ৷