পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাষের মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ ! ধন্যবাদ জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর - bomb of World War II in Jhargram

Second World War Bomb Found in Jhargram: মাঠে বোমা পড়ে থাকার ঘটনা নতুন নয় ৷ কিন্তু সেই বোমা যদি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ? যুদ্ধকালীন প্রস্তুতিতে সেই বোমা নিষ্ক্রিয় করা হল ঝাড়গ্রামে ৷ আর তা নিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 7:05 PM IST

Updated : Jul 5, 2024, 8:44 PM IST

World War II Bomb found in Jhargram
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা (ইটিভি ভারত)

ঝাড়গ্রাম, 5 জুলাই: গ্রামের খোলা মাঠে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা! এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চাষের জমির মাটি খুঁড়ে উদ্ধার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ৷ এরপর শুক্রবার দুপুরে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতির পর বিস্ফোরণ ঘটানো হয় সেই বোমাটির ৷

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ (ইটিভি ভারত)

এদিন এই বোমা বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, "গতকাল আমরা জানতে পারলাম যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা মিলেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে ৷ সেখানে ভুলনপুর গ্রামের একটি খোলা মাঠে না-ফাটা এই বোমাটি পড়েছিল ৷ পুলিশ, রাজ্য সরকার এবং বায়ুসেনা তড়িঘড়ি পদক্ষেপ করে ৷ ঘটনাস্থলের আশপাশ থেকে মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এরপর সেটিকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয় ৷" সবাই মিলেমিশে ভালো কাজ করার জন্য পুলিশ প্রশাসন বায়ু সেনা-সহ এই কাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এর আগে গত সপ্তাহে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত ভুলনপুর গ্রামের সুবর্ণরেখা নদীর তীরে চাষের জমি থেকে উদ্ধার হয়েছিল একটি বিশাল আকৃতির ধাতব সিলিন্ডার ৷ সিলিন্ডারটি দেখে প্রথমেই বোমা বলে মনে করা হয়েছিল ৷ তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপীবল্লভপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বালিভাষা ও সংকরবনি এলাকায় ব্রিটিশদের বিমান ঘাঁটি ছিল ৷ তাই ধাতব সিলিন্ডারটিকে সাধারণ সিলিন্ডার হিসেবে বলে কেউই মনে করেননি ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণে অংশ নেওয়া দল (ইটিভি ভারত)

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর জায়গাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ৷ খবর দেওয়া হয়েছিল বোম স্কোয়াড এবং কলাইকুন্ডা যুদ্ধবিমান প্রশিক্ষণে ঘাঁটিতে ৷ এক সপ্তাহের মাথায় চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের প্রাচীন এই বোমাটিকে ৷

এদিন ঝাড়গ্ৰাম জেলার ও গোপীবল্লভপুরের একাধিক প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে বায়ুসেনার পক্ষ থেকে বম্ব স্কোয়াডের সাহায্যে ফাটানো হয় বোমাটি ৷ ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তীর্ণ এলাকায় বালির বস্তা দিয়ে ঘিরে বিস্ফোরণ ঘটানো হয় ৷ এদিন বিস্ফোরণের সময় বম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সরফরাজ, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়, সাব ইন্সপেক্টর সন্দীপ সিংহ, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র-সহ প্রশাসনের আধিকারিকরা ৷

এই বিস্ফোরণ প্রসঙ্গে এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সরফরাজ বলেন, "ধাতব সিলিন্ডারটি উদ্ধার হওয়ার পর স্থানীয় সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বলে দাবি করেছিল ৷ সেইমতো প্রোটোকল অনুযায়ী বায়ুসেনাকে খবর দেওয়া হয়েছিল ৷ চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পর এদিন দুপুরে একটা সময় বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় ৷"

Last Updated : Jul 5, 2024, 8:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details