কলকাতা, 18 ডিসেম্বর: বড়দিনের আগে রাজ্যে ইনফোসিসের নিজস্ব অফিস ৷ তাও কোনও ছোটখাটো নয় ৷ একেবারে 3 লক্ষ 20 হাজার স্কোয়ার ফিটের উপর ৷ বুধবার ইনফোসিসের সেই ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে কলকাতায় স্থায়ী ঠিকানা পেল এই তথ্যপ্রযুক্তি সংস্থা ৷
বাম আমল থেকেই ইনফোসিসের নিজস্ব সেন্টার তৈরি করা নিয়ে টানাপোড়েন চলছিল ৷ বর্তমান সরকারের আমলের শুরুর দিকেও এসইজেড ইস্যুতে আটকে ছিল এই প্রকল্প ৷ তবে, সব বাধা কাটিয়ে এ দিন কলকাতায় উদ্বোধন হল 426 কোটি টাকায় তৈরি ইনফোসিসের স্থায়ী ডেভেলপমেন্ট সেন্টার ৷
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "জিডিপি 90 লক্ষ কোটি টাকা হতে চলেছে এই বছরের শেষে ৷ এখানে কর্মসংস্কৃতি খুব ভালো ৷ আগে বাম আমলে কর্মদিবস নষ্ট হওয়াই ছিল প্রধান অন্তরায় ৷ কিন্তু, আমরা ক্ষমতায় আসার পর থেকে একদিনও বনধ হয়নি ৷
ইনফোসিসের প্রশংসায় মমতা বলেন, "কলকাতার জন্য নতুন গ্লোরি নিয়ে আসবে ইনফোসিস ৷ আগামিদিনে এই সংস্থাকে দেখে আরও অনেক আইটি সংস্থা বাংলায় বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করবে ৷ ইতিমধ্যে সরকার শিল্পের অনুকূল একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ৷ তাঁর মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নীতি ৷"
মমতার কথায়, রাজ্য সরকারের তরফ থেকে নতুন ব্রডব্যান্ড নীতি গ্রহণ করা হয়েছে ৷ কেবল ল্যান্ডিং পলিসিও গ্রহণ করেছে তাঁর সরকার ৷ এই মুহূর্তে তথ্যপ্রযুক্তির একটা বড় জায়গা জুড়ে আছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ৷ এ দিন মঞ্চ থেকে মমতা জানান, রাজ্য সরকারের তরফে এআই নিয়েও গাইডলাইন তৈরি করা হয়েছে ৷ একইস ঙ্গে ডেটা সেন্টার পলিসিও নিয়েছে সরকার ৷ সেই সঙ্গে সেমি কম্প্যাক্টর গ্লোবাল ফোনডেরি শিল্পে আমেরিকান বিনিয়োগের বিষয়টি উল্লেখ করেছেন তিনি ৷