পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কনভয়ে ঢুকে মুখ্যমন্ত্রীকে খাম দিতে গিয়ে পুলিশের ধমক খেলেন তৃণমূল কাউন্সিলর - CM Mamata Banerjee Security Breach - CM MAMATA BANERJEE SECURITY BREACH

CM Mamata Banerjee Security Breach near Dankuni: কড়া পুলিশি নিরাপত্তা বলয় টপকে মুখ্যমন্ত্রীর কনভয়ের একেবারে কাছে চলে যাওয়ার চেষ্টা করলেন এক তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আর তাতে জুটল পুলিশের কড়া ধমক ৷ পরে তাঁকে ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয় ৷

CM Mamata Banerjee Security Breach
ডানকুনি টোলপ্লাজায় মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে এগিয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 10:03 AM IST

ডানকুনি, 25 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে এসে পুলিশের কাছে ধমক খেলেন তৃণমূল কাউন্সিলর ৷ নিরাপত্তা বলয় পেরিয়ে কাউন্সিলরের এই কর্মকাণ্ডে হতচকিত পুলিশ প্রশাসন । ঘটনাটি ঘটে ডানকুনি টোলপ্লাজায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে ফিরছিলেন ৷ ডানকুনি টোলপ্লাজার সামনে পুলিশের কড়া নিরাপত্তার মাঝে হঠাৎ এগিয়ে যান কাউন্সিলর ৷

মঙ্গলবার বিকেলের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে ফিরছিলেন ৷ পথে ডানকুনি টোলপ্লাজায় পুলিশের কড়া নিরাপত্তা বলয় ছিল ৷ সেখানে রাস্তার পাশে অপেক্ষা করতে দেখা যায় শুভজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ তিনি ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ তিনি অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেছেন ৷

ডানকুনি টোলপ্লাজায় মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে এগিয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর (ইটিভি ভারত)

কনভয়ের মধ্যে মুখ্যমন্ত্রীর গাড়িটি আসতেই সেদিকে এগিয়ে যান কাউন্সিলর শুভজিৎ ৷ তাঁর হাতে একটি বাদামি রঙের খাম ছিল ৷ তিনি সেই খাম মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে এগিয়ে ধরেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী তা নিতে অস্বীকার করেন ৷ পুলিশের নিরাপত্তা টপকে কনভয়ের মধ্যে ঢুকে এই ধরনের কর্মকাণ্ডে কাউন্সিলরের উপর রেগে যান চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ৷

তিনি কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়কে ধমক দেন ৷ কেন কাউন্সিলর মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকেছিলেন ? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ পুলিশি প্রহরা সত্ত্বেও শুভজিৎ কেন সেই বলয় ভাঙলেন ? ডানকুনি থানার পুলিশ তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় ৷ কিছুক্ষণ বাদে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷

যদিও মুখ্যমন্ত্রীকে খাম দেওয়ার ঘটনা কথা অস্বীকার করেন কাউন্সিলর ৷ শুভজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "সেরকম কোনও ব্যাপার হয়নি ৷ মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন ৷ তিনি ডানকুনির উপর দিয়ে যাচ্ছিলেন ৷ তাই তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলাম ৷ আপনারা যা বলছেন, তেমন কোনও ঘটনাই ঘটেনি ৷" পুলিশ তাঁকে কেন ডানকুনি থানায় নিয়ে গেল ? এর উত্তরে তিনি বলেন, "কোন পুলিশ ? আমায় কোনও পুলিশ নিয়ে যায়নি ৷ আপনাদের কোথাও ভুল হচ্ছে ৷"

কাউন্সিলরের দাবি, তিনি ডানকুনি রেল লাইনের তলায় আন্ডারপাস করার দাবিতে অবস্থান বিক্ষোভ করছিলেন ৷ সেই আন্দোলনের নেতৃত্বে দিচ্ছেন ৷ এই দাবিতে এলাকাবাসীকে নিয়ে 1 অক্টোবর পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ ও স্বাক্ষর সংগ্রহ করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details