পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দানা আতঙ্কের মাঝেই মন্ত্রিসভার বৈঠক ! একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতার - CM MAMATA BANERJEE

100টি নতুন পদ, সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট ৷ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

CM Mamata Banerjee
একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 10:53 PM IST

কলকাতা, 24 অক্টোবর: রাজ্যের দরজায় কড়া নাড়ছে ঘূর্ণিঝড় দানা ৷ তার আগেই বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর মধ্যে যেমন বিভিন্ন দফতর মিলে প্রায় 100টি নতুন পদ সৃষ্টির বিষয় রয়েছে । একইভাবে রয়েছে রাজ্যে নতুন সুপার ক্রিটিকাল পাওয়ার প্ল্যান্ট তৈরির বিষয়ও।

নবান্ন সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে স্বরাষ্ট্র দফতরে নতুন পদ সৃষ্টি করা হয়েছে 57টি, স্বাস্থ্য দফতরে নতুন 18টি পদ । এছাড়া পরিবেশ জলসম্পদ ও অন্যান্য দফতরের কিছু পদ রয়েছে । এছাড়া কর্মবন্ধু, পরিবেশ, অর্থ দফতরে নতুন নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে । অন্যদিকে নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে রাজ্য সমবায়, কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের 1500 টাকার ঋণ নেওয়ার প্রস্তাবে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা ।

এছাড়াও দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডের অধীনে 660 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরির ছাড়পত্রও দেওয়া হয়েছে এদিনের বৈঠকে । নিউটাউনে অর্থ তালুক তৈরির জন্য আরও প্রায় সাড়ে তিন একর জমি দেওয়ার প্রস্তাবেও এদিন সিলমোহর দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে । ইতিমধ্যেই সেখানে বেশ কয়েকটি কোম্পানি জমি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ।

এদিকে সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, "অনেক হয়েছে, সরকারি জমি দখল করা মানা যাবে না । অবিলম্বে ব‍্যবস্থা নিতে হবে ।" এদিনের বৈঠকে মুখ‍্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছেন, সরকারি জমি জবরদখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে । সরকারি জমি দখল করে কেউ বাড়ি বা অন্য কিছুর নির্মাণ করলে সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ নিতে হবে ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details