কলকাতা, 2 মে: 'বর্তমান সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি হুমকির মুখে। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে থাকতে হচ্ছে। তাঁদেরই নিরাপত্তা নেই। তাহলে আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কীভাবে !' বৃহস্পতিবার এভাবেই কলকাতায় এসে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন নির্মলা সিতারমণের স্বামী অর্থনীতিবিদ পরাকালা প্রভাকরণ।
এদিন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর লেখা বই 'দ্য ক্রুকড টিম্বার অফ দ্য নিউ ইন্ডিয়া'র আনুষ্ঠানিক প্রকাশ হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওম প্রকাশ মিশ্র, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই একাধিক বিষয়ের অবতারণা করেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ।
এদিন বক্তব্য পেশ করতে গিয়ে তিনি জানান, এই বই লিখতে গিয়ে তাঁকে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ার হুমকি তো আছেই পাশাপাশি মুখোমুখি সাক্ষাতে তাঁকে বলা হয়েছে এই বই না লিখতে। সেখান থেকেই তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন ? এর জবাবে এই প্রসঙ্গই টেনে আনেন বিশিষ্ট অর্থনীতিবিদ।
তিনি এদিন স্পষ্ট ভাষায় বলেছেন, "60 বা 70-র দশকে যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হত, আজকে তেমনটা করা হয় না। "কয়েকদিন আগেই লোকসভার অধিবেশনে আপনারা দেখেছেন 137 জন সাংসদকে সাসপেন্ড করে দিয়ে বিল পাস করা হয়েছে। এই অবস্থায় রাজ্য সরকারগুলোর কোনও বক্তব্য থাকলে তা তুলে ধরার জায়গা থাকে না।"