আসানসোল, 17 ফেব্রুয়ারি: নভেম্বর মাসেই ভারতীয় প্রযুক্তিতে প্রথম 12 হাজার অর্শ্বক্ষমতা সম্পন্ন ইঞ্জিন বানিয়ে তাক লাগিয়েছিল চিত্তরঞ্জন রেল কারখানা। ওয়াগ-9 টুইন লোকোকে একত্রিত করে 12 হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন তৈরি করেছিল সিএলডব্লুউ। তখনই 10টি টুইন উচ্চক্ষমতা সম্পন্ন রেল ইঞ্জিন তৈরির বরাত দেওয়া হয়েছিল কারখানাকে। এবার আরও বড় খবর এল। রেল মন্ত্রকের পক্ষ থেকে 100টি উচ্চক্ষমতা সম্পন্ন টুইন ইঞ্জিন বানানোর বরাত দেওয়া হল চিত্তরঞ্জন রেল কারখানাকে। গত 14 ফেব্রুয়ারি এই বরাত এসেছে বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
দেশে সবচেয়ে বড় ফ্রেট করিডর তৈরির কাজ চলছে। ফলে প্রয়োজন অনেক পরিমাণে দ্রুত গতিতে পণ্যবাহী রেক টানার জন্য উচ্চক্ষমতা সম্পন্ন রেল ইঞ্জিন। ইতিমধ্যেই বিহারের মাধেপুরায় ফরাসী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে 12 হাজার হর্সপাওয়ার ইঞ্জিন বানানোর কাজ চলছে। কিন্তু চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ইঞ্জিন বানানো হয়েছে। এবার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে 100টি এমন উচ্চক্ষমতা সম্পন্ন ডব্লুউএজি-9 টুইন ইঞ্জিন বানানোর বরাত দেওয়া হয়েছে। কারখানা সূত্রে জানা গিয়েছে, 45 থেকে 50টি মালগাড়ির বগিকে শতাধিক কিলোমিটার গতিবেগে টেনে নিয়ে যেতে পারবে এই রেল ইঞ্জিন। দু'টি ইঞ্জিনের মধ্যে বাফার বাদ দিয়ে এই ইঞ্জিন নির্মাণ করা হবে। অতীতে যদি একটি কেবিন ও চাকার সংখ্যা কম করা হয়, তাহলে আরও সফল হবে এই ইঞ্জিন।