ভাটপাড়া, 28 অগস্ট: বাংলা বনধের সকালে গুলি চলার পর বেলা গড়াতেই ফের উত্তেজনা ছড়াল ভাটপাড়ায় । এদিন মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা । সেই সময় ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছে এলে পালটা তাঁর অনুগামীরাও স্লোগান দিতে থাকেন । একসময় দুই প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং-সোমনাথ শ্যামের অনুগামীরা কার্যত সম্মুখ সমরে নেমে পড়ে । ঠেলাঠেলি এবং দু'পক্ষের ধস্তাধস্তিতে পরিস্থিতি রীতিমতো উত্তাল হয়ে ওঠে এলাকা । যা সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কর্তাদের । শেষে পুলিশের আবেদনে সাড়া দিয়ে দলের কর্মী-সমর্থকদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান অর্জুন-সোমনাথ, দু'জনেই ।
যদিও, এই নিয়ে যুযুধান দু'পক্ষই একে অপরের দিকে আঙুল তুলেছে । অর্জুন সিং তো একদম এগিয়ে কীভাবে তৃণমূল দলকে শায়েস্তা করতে হয়, তাঁরও হুঁশিয়ারি দিয়েছেন । তবে,অর্জুনের এই হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ তাঁর প্রতিদ্বন্দ্বী বিধায়ক সোমনাথ শ্যাম । এরপরই তাঁর প্রতিদ্বন্দ্বী বিধায়ক সোমনাথ শ্যাম ও তাঁর আত্মীয় সৌরভ সিংয়ের কথা বলতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ । এই বিষয়ে অর্জুনের বক্তব্য,"পুলিশ সরে গেলে এঁদের কোনও দাম নেই । আমি বলছি, পাঁচ মিনিট পুলিশকে সরিয়ে দিন । কত ধানে কত চাল বুঝিয়ে দেব ! বনধ সফল হয়েছে তৃণমূলের যত জ্বালা ।"