পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সকালে সালিশিসভায় বাধা, রাতে আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ার ! - Tribal Woman Molested - TRIBAL WOMAN MOLESTED

Civic Volunteer Allegedly Molested Tribal Woman: আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে ৷ অভিযোগ, মহিলার ঘরে ঢুকে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন অভিযুক্ত ৷ শুক্রবার রাতে মহিলার অভিযোগের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ৷

Civic Volunteer Allegedly Molested Tribal Woman
প্রতীকী ছবি (ইটিভি ভারত গ্রাফিক্স)

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2024, 9:12 PM IST

আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 28 সেপ্টেম্বর: আদিবাসী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল আউশগ্রাম থানার পুলিশ ৷ অভিযোগ, বাড়ির উঠোনে ঘুমানোর সময় মহিলার সঙ্গে জবরদস্তি শুরু করেন ওই সিভিক ভলান্টিয়ার ৷ তারপর রাতে মহিলা আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের গ্রামে একটি সালিশিসভা বসেছিল দু’টি পরিবারের বিবাদকে কেন্দ্র করে ৷ গত ছ’মাস ধরে সেটি চলছিল ৷ শুক্রবার সকালেও সালিশিসভা বসে ৷ কিন্তু, সেখানে গিয়ে ওই সিভিক ভলান্টিয়ার জানান, সালিশিসভা করা যাবে না ৷ তিনি জানান, পুলিশের নির্দেশ আছে সালিশিসভার মতো বেআইনি কাজ করা যাবে না গ্রামে ৷

সালিশিসভা বন্ধ করিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে যান ৷ এরপরেই তিনি অন্য এলাকায় গিয়ে আদিবাসী মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ৷ আদিবাসী মহিলা অভিযোগে জানিয়েছেন, শুক্রবার তাঁর বাড়িতে কেউ ছিল না ৷ তিনি বাড়ির উঠোনে একটি খাটে ঘুমাচ্ছিলেন ৷ সেই সময় ওই সিভিক ভলান্টিয়ার তাঁর সঙ্গে জবরদস্তি করেন ৷ ঘুমন্ত অবস্থায় তাঁকে জড়িয়ে ধরেন অভিযুক্ত ৷ ঘুম ভেঙে যেতেই তিনি নিজেকে বাঁচাতে ওই সিভিক ভলান্টিয়ারকে চড় মারেন ৷ মহিলা চিৎকার শুরু করলে, অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান ৷

অভিযোগে মহিলা জানিয়েছেন, এর আগেও ওই সিভিক ভলান্টিয়ার অশালীন আচরণ করেছিলেন ৷ তবে, গতকালের ঘটনা সব মাত্রা ছাড়িয়ে যায় ৷ এরপর রাতে ওই আদিবাসী মহিলা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করান আউশগ্রাম থানায় ৷ জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, "এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আদিবাসী মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ জমা পড়েছে ৷ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ৷ আউশগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details