পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুপ্রিম নির্দেশের পর আরজি করে সিআইএসএফ কর্তারা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কবে ? - CISF DIG Inspects at RG Kar - CISF DIG INSPECTS AT RG KAR

CISF DIG Inspects RG Kar: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিতে তৎপর সিআইএসএফ ৷ আজ সকালেই নিজের টিমকে নিয়ে আরজি কর পরিদর্শন করলেন সিআইএসএফের ডিআইজি কুমার প্রতাপ সিং ৷ পরে হাসপাতালে আসেন আইজি সিআইএসএফ-ও ৷ তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন ৷ তাঁরা যান লালবাজারেও ৷

CISF DIG Inspects at RG Kar
আরজি কর হাসপাতাল পরিদর্শন সিআইএসএফের ডিআইজি-র ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 3:41 PM IST

কলকাতা, 21 অগস্ট:সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ সকাল-সকাল আরজি কর হাসপাতালে সিআইএসএফের ডিআইজি এবং তাঁর টিম ৷ হাসপাতালে এসে প্রতিটি বিল্ডিং ঘুরে দেখলেন তাঁরা ৷ সেই সঙ্গে হাসপাতালের কোথায় কী রয়েছে, তা নোট করে নেন ডিআইজি কুমার প্রতাপ সিং ৷ তিনি বৈঠকও করেন কর্তৃপক্ষের সঙ্গে ৷ আজ সন্ধেয় সিআইএসএফের এডিজি দিল্লি থেকে কলকাতায় আসছেন ৷ সূত্রের খবর, তিনি অধ্যক্ষ সুহৃতা পালের সঙ্গে বৈঠক করবেন ৷ আগামিকাল থেকে হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পারে ৷

আরজি কর হাসপাতাল পরিদর্শন সিআইএসএফের ডিআইজি-র ৷ (ইটিভি ভারত)

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দেয় ৷ আজ সকালেই সিআইএসএফের ডিআইজি কুমার প্রতাপ সিং আরজি করে পৌঁছে যান ৷ সবার আগে প্রশাসনিক ভবনে যান তিনি ৷ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় তাঁর ৷ তবে, সেই বৈঠকে আরজি করের অধ্য়ক্ষ সুহৃতা পাল ছিলেন না ৷ বৈঠক শেষে বেরিয়ে তিনি টিমের সঙ্গে হাসপাতাল চত্বর পরিদর্শন করেন ৷

সেই সময় সিআইএসএফের ডিআইজি’র সঙ্গে ছিলেন, কলকাতা পুলিশের ডিসি কমব্যাট ফোর্স এবং হাসপাতালের পুলিশ ব্যারাকের আধিকারিকরা ৷ প্রথমেই সিআইএসএফের ডিআইজি অ্যাকাডেমিক বিল্ডিংয়ে যান ৷ সেখান থেকে 6 নম্বর গেট দিয়ে বাইরে মেন রোডে যান ৷ হাসপাতালের বাইরে দিয়ে ঘুরে আবারও মেন গেট দিয়ে ক্যাম্পাসে ঢোকেন ৷ মনে করা হচ্ছে, 14 অগস্ট রাতে যে রাস্তা দিয়ে প্রায় 7 হাজার হামলাকারী এসেছিল ভাঙচুরের জন্য, সেই জায়গাগুলিও পরিদর্শন করেন তিনি ৷

6 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে সোজা জরুরি বিভাগে চলে যান সিআইএসএফের ডিআইজি কুমার প্রতাপ সিং ৷ এই জরুরি বিভাগেই হামলা চালানো হয়েছিল স্বাধীনতা দিবসের মধ্যরাতে ৷ জরুরি বিভাগের ভিতরে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি ৷ এই বিল্ডিংয়ের চারতলায় আরজি কর-কাণ্ডের অভিশপ্ত সেমিনার হল রয়েছে ৷ তবে, সেখানে সিআইএসএফ গিয়েছিল কি না, তা জানা যায়নি ৷ সেখান থেকে বেরিয়ে জেনারেল ওপিডি, গাইনি ওপিডি, অর্থোপেডিক সার্জারি বিভাগে যান সিআইএসএফ আধিকারিকরা ৷

পরবর্তী সময়ে হাসপাতালের নার্সিং সুপারের ঘরের সামনের এলাকাও ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা ৷ সেখান থেকে তাঁদের গন্তব্য ছিল লেডিস হস্টেল ৷ হামলার রাতে এই লেডিস হস্টেলে গিয়ে নাম ধরে জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা ৷ যা সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের আইনজীবীর জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ৷ যে ঘটনায় পুলিশ প্রশাসনকে ভর্ৎসনাও করেন প্রধান বিচারপতি ৷ লেডিস হস্টেল এলাকা পরিদর্শনের পর সিআইএসএফের ডিআইজি হাসপাতাল থেকে বেরিয়ে যান ৷

প্রায় ঘণ্টাখানেক পরে ডিআইজি কুমার প্রতাপ সিং আরজি করে ফেরেন এবং সোজা প্রশাসনিক ভবনে চলে যান ৷ মনে করা হচ্ছে, বেলগাছিয়া এবং টালায় আরজি করের যে দু’টি বিভাগ ও হস্টেল রয়েছে, সেখানে পরিদর্শনে গিয়েছিলেন সিআইএসএফ কর্তা ৷ তিনি দ্বিতীয়বার প্রশাসনিক ভবনে ঢোকার কিছুক্ষণের মধ্যে সিআইএসএফের আইজি আরজি করে আসেন ৷ বেশ কিছুক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তাঁরা ৷

সূত্রের খবর, আজ সন্ধে 6টায় কলকাতায় আসছেন সিআইএসএফের এডিজি ৷ তিনি সন্ধেয় আরজি করের অধ্যক্ষ সুহৃতা পালের সঙ্গে বৈঠক করবেন ৷ সেই বৈঠকে ঠিক হতে পারে, কত কোম্পানি ফোর্স আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে ৷ সেই সঙ্গে বাকি দু’টি ক্যাম্পাসেও বাহিনী মোতায়েন হবে ৷ উল্লেখ্য, হাসপাতালের পাশাপাশি, ছাত্রাবাসগুলির নিরাপত্তাও সিআইএসএফের হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

ABOUT THE AUTHOR

...view details