পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালির কোন পুলিশ আধিকারিকদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল শাহজাহানের ? জানতে মরিয়া সিআইডি - শেখ শাহজাহানকে জেরা

CID interrogates Sheikh Shahjahan: ভবানী ভবনে শেখ শাহজাহানকে জেরা করছে সিআইডি ৷ সন্দেশখালির কোন পুলিশ আধিকারিকদের সঙ্গে তৃণমূলের এই নেতার ভালো বন্ধুত্ব ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন সিআইডি আধিকারিকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 1:53 PM IST

Updated : Feb 29, 2024, 2:57 PM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি: অবশেষে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা । এ বার তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে সরাসরি আনা হল কলকাতার ভবানী ভবনে । সেখানেই তাঁকে জেরা করছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা ।

ইতিমধ্যেই তাঁর আগে ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে সিআইডির তদন্তকারীরা । মূলত সেই বৈঠকে ঠিক হয়, কী কী বিষয়ে শেখ শাহাজাহানকে জেরা করা হবে । সিআইডি সূত্রে খবর, প্রথমেই তৃণমূলের এই দাপুটে নেতার কাছ থেকে সিআইডি তদন্তকারীরা জানতে চাইবেন যে, সন্দেশখালিতে বা আশপাশের কোন কোন থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে শেখ শাহাজাহানের ভালো সম্পর্ক ছিল ।

এ দিন তাঁকে বেলা 12টা নাগাদ ভবানী ভবনের সামনের গেট দিয়ে ভেতরে ঢোকানো হয় । গাড়ি থেকে নেমে কিছুই বলতে চাননি সন্দেশখালির বেতাজ বাদশা হিসেবে পরিচিত শেখ শাহজাহান । সূত্রের খবর, ভবানীভবনের তিন তলায় এখন তাঁকে রাখা হয়েছে । সেখানেই চালানো হচ্ছে জেরা । প্রথম দফায় শাহাজাহানকে জেরা করছেন সিআইডি-এর এক এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক । নেতৃত্বে রয়েছেন দু'জন ডিএসপি ও দুজন ইনস্পেকটর ।

এ দিকে, সূত্রের মারফৎ জানা গিয়েছে যে, গ্রেফতার হওয়ার পর পুলিশি জেরায় শাহজাহান স্বীকার করে নিয়েছেন যে, যে দিন ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে হানা দেন, সে দিন গ্রেফতারির আশংকাতেই তিনি তাঁর দলবলকে ইডি আধিকারিকদের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. হাইকোর্টের নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার শাহজাহান
  2. শাহজাহানের প্রতি আমাদের কোনও সভানুভূতি নেই, বললেন প্রধান বিচারপতি
  3. পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
Last Updated : Feb 29, 2024, 2:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details