শালিমার, 10 নভেম্বর:সিআইডি-র পাতা ফাঁদে ধরা পড়ল দুই শিশু পাচারকারী ৷দু'দিনের শিশুকন্যাকে পাচার করতে গিয়ে তারা হাতেনাতে ধরা পড়ে ৷ রবিবার হাওড়ার শালিমার রেল স্টেশনের বাইরে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য শিশু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তি ও এক মহিলাকে গ্রেফতার করেছে সিআইডি-র বিশেষ দল ৷
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সিআইডির একটি বিশেষ দল হাওড়ার শালিমার রেল স্টেশনের বাইরে আচমকা অভিযান চালায় । অভিযানে শিশু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত মানিক হালদার (38) ও মুকুল সরকার (32) নামে দু'জনকে গ্রেফতার করা হয় ৷ একইসঙ্গে দুষ্কৃতীদের থেকে দুই দিনের একটি শিশুকন্যাকেও উদ্ধার করতে সক্ষম হন সিআইডির আধিকারিকরা । তাঁরা শিশুটিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান ।
মানিক হালদার ও মুকুল সরকার আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের অনুমান । যাতে কেউ সন্দেহ না করে তাই পাচারে মুকুল নামে ওই মহিলাকে ব্যবহার করা হয়েছে । দু'দিনের শিশুটিকে সামলানোর জন্যই মূলত ওই মহিলাকে রাখা হয়েছিল বলে অভিযোগ । অভিযোগ, মানিক এবং মুকুল স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শিশুটিকে পাচার করার চেষ্টায় ছিল ৷
এই অভিযানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও সিআইডি-র দলকে সহায়তা করে । ঘটনার বিষয়ে বি-গার্ডেন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা ধৃতদের থেকে জানার চেষ্টা করছেন আধিকারিকরা । গ্রেফতার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা দায়ের করা হয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি-র বিশেষ দল । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শালিমার রেল স্টেশন সংলগ্ন এলাকায় ।
ধৃতরা আগেও এমন অনেক শিশু পাচার করেছে বলে সিআইডি সূত্রে খবর । আন্তঃরাজ্য শিশু পাচার চক্র যে সক্রিয় রয়েছে, এই ঘটনায় তা ফের স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে ৷ এই পাচার চক্রের শাখা-প্রশাখা অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে জানতে পেরেছে সিআইডি ।