কলকাতা, 30 অক্টোবর:রাজ্যজুড়েআবাস যোজনা নিয়ে বিক্ষোভ সামাল দিতে এবার আসরে নামলেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ বুধবার বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি ৷ তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের বিষয়টি পুনর্মূল্যায়নের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ৷
রাজ্যে দীপাবলির উৎসব শুরু হয়ে গেলেও জেলায় জেলায় এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চার বিষয় হল আবাস যোজনা প্রকল্প নিয়ে বিক্ষোভ । ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা পুরোপুরি বন্ধ এ রাজ্যে । কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়ায় রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, নিজস্ব তহবিল থেকে বাংলার মানুষকে বাড়ি তৈরির জন্য টাকা দেবে রাজ্য । কারা এই অর্থ পাবেন, ইতিমধ্যেই জেলায় জেলায় তার সমীক্ষা শুরু হয়ে গিয়েছে ।
রাজ্যের প্রকল্প হলেও মূলত এক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত মানুষদের একটা বড় অংশকে আবাস প্রকল্পে সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার । ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, আগামী ডিসেম্বর মাসে আবাসের প্রথম উপভোক্তাদের টাকা পৌঁছে যাবে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে । তার আগে যখন তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, সেই অবস্থায় দফায় দফায় বিক্ষোভ যথেষ্টই অস্বস্তিকর রাজ্য সরকারের জন্য ।
প্রসঙ্গত, গতকালই পঞ্চায়েত এবং কৃষি দফতরের মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী আবাস ও ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ নিয়ে শর্তের কড়াকড়ি ছেড়ে মানবিক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে । তারপরই আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জেলার জেলাশাসককে নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ । ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক থেকেই আবাস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জেলা প্রশাসনকে জানিয়েছেন তিনি ।