পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর উত্তাপের মধ্যেই সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী - Chief minister Mamata Banerjee - CHIEF MINISTER MAMATA BANERJEE

CM will convene an administrative review meeting: সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির দিনেই নবান্নে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে সব দফতরের সচিব, মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং রাজ্য পুলিশের ডিজি, আইজি ও নগরপালকেও উপস্থিতি থাকতে বলা হয়েছে ৷

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 6:47 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর নবান্নে জরুরি পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রধান সচিবালয়ের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর 1টায় নবান্ন সভাঘরে একটি জরুরি পর্যালচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে সব দফতরের সচিব, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উপস্থিতি থাকতে বলা হয়েছে ৷

এছাড়া রাজ্য পুলিশের ডিজি, আইজি এবং কলকাতা পুলিশ কমিশনারকেও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, আরজি কর আবহে রাজ্য প্রশাসনের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ এই কারণেই, নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকের দিনই সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় শুনানি।

লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কাজকর্ম থমকে ছিল ৷ নির্বাচনের পর সবেমাত্র সেই কাজ শুরু হয়েছিল ৷ এমতাবস্থায় রাজ্যে আরজি করের ঘটনা নিয়ে উত্তার হয়ে ওঠে রাজ্যরাজনীতি ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকদিন নিয়ম করে প্রতিবাদ হচ্ছে ৷ প্রতিবাদে সামিল হচ্ছেন সাধারণ মানুষ ৷ প্রতিবাদ সামাল দিতে রাজ্য পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হচ্ছে ৷ কোথাও কোথাও বিরোধী রাজনৈতিক দলগুলি এই আন্দোলনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলারও চেষ্টা করছে বলে অভিযোগ ৷

কিন্তু এখনও পর্যন্ত পুলিশ এবং প্রশাসন সব ক্ষেত্রেই যথেষ্ট সংযম দেখিয়েছে বলে মনে করছে রাজ্য সরকার ৷ কিন্তু এই অশান্তি দিকে দিকে বিক্ষোভ প্রশাসনের স্বাভাবিক কাজকর্মকে সামান্য হলেও ব্যাহত করছে ৷ এই অবস্থায় রাজ্য সরকার চাইছে, তার উন্নয়নের প্রকল্পগুলি যেন থমকে না যায় ৷ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে উন্নয়নের প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ আর সেই কারণেই এই বৈঠক করে মুখ্যমন্ত্রী বোঝার চেষ্টা করবেন প্রশাসনকে কোন কোন ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সাম্প্রতিক সময়ে শিক্ষা ও রেশনের পর এবার স্বাস্থ্যক্ষেত্রেও দুর্নীতি প্রকাশ্যে এসেছে ৷ আদালতের রায়ে এই বিষয়টি নিয়ে তদন্ত করছে সিবিআই। সেই জায়গা থেকে এই দুর্নীতির প্রশ্নে রাজ্যকে যাতে বড়সড় অসস্তিতে পড়তে না হয়, সেজন্য এই পর্যালোচনা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details