পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনের শেষ মেট্রোর সময় বাড়ানোর আর্জি, মেট্রোরেলকেই সিদ্ধান্ত নিতে নির্দেশ প্রধান বিচারপতির - Cal HC on Kolkata Metro - CAL HC ON KOLKATA METRO

Cal HC on Kolkata Metro: দিনের শেষ মেট্রোর সময় বাড়ানোর আর্জি নিয়ে আবেদন করা হল কলকাতা হাইকোর্টে ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে মেট্রোরেলকেই সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 1:55 PM IST

Updated : May 2, 2024, 2:02 PM IST

কলকাতা, 2 মে:কলকাতায় দিনের শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ানোর আর্জিতে মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে ৷ এই বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকেই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

অন্যান্য রাজ্যের থেকে কলকাতায় দিনের শেষ মেট্রো ছাড়ার সময় অনেক আগে । শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ানোর আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক নাগরিক । তাঁর আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার বলেছে, হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে না । কিন্তু জনস্বার্থের কথা মাথায় রেখে মেট্রোকে বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে আদালত । আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিবেচনা করে জানাতে বলা হয়েছে মেট্রোরেলকে ৷

এ দিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ মেট্রোরেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে, আবেদনকারীর প্রার্থনা বিবেচনা করে অন্তত 45 মিনিট সময়সীমা বাড়ানো যায় কি না তা খতিয়ে দেখতে । মামলায় আবেদনকারী যুক্তি দিয়েছেন যে, অন্যান্য যে যে শহরে মেট্রো চলে, সেখানে রাত 11টায় শেষ মেট্রো ছাড়ে । কিন্তু কলকাতায় এখন রাত 9.45-এ ছাড়ে শেষ মেট্রো । এই সময় বাড়ানো উচিত বলে দাবি করেন মামলাকারী ।

এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোর একজন প্রকৌশলী বিষয়টি বিবেচনা করে দেখেছেন ৷ তবে এই পর্যায়ে অতিরিক্ত সময় বাড়ানো সম্ভব নয় বলে জানানো হয়েছে । উভয়পক্ষের শুনানির পর ডিভিশন বেঞ্চ মেট্রোরেল কর্তৃপক্ষকে জানায়, দিনের শেষ মেট্রোর সময় বাড়ানো হলে তা সাধারণ মানুষের জন্য ব্যাপকভাবে সহায়ক হবে । তবে এ ব্যাপারে আদালত কোনও সিদ্ধান্ত নেবে না বলেও জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ ৷ বেঞ্চ বলেছে, এ ব্যাপারে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে মেট্রোরেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:

  1. যাতায়াতের সময় কমায় জনপ্রিয় গ্রিন লাইন, পরিষেবায় পিছিয়ে দেশের প্রাচীনতম ব্লু লাইন
  2. জলের নীচ দিয়ে মেট্রোর দৌড়েও ধুঁকছে দেশের সবচেয়ে প্রাচীন পাতালরেলের নেটওয়ার্ক
  3. কাজ প্রায় শেষ, চালু হচ্ছে নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট মেট্রো পরিষেবা !
Last Updated : May 2, 2024, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details