কলকাতা, 29 ফেব্রুয়ারি:শেখশাহজাহানের হয়ে আইনজীবী হাজির হলেন কলকাতা হাইকোর্টে । বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শাহজাহানের চারটে জামিনের আবেদন নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে । এই অবস্থায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর জামিনের আবেদন সংক্রান্ত মামলার দ্রুত শুনানি যাতে হয়, প্রধান বিচারপতির কাছে সেই আর্জি জানান শাহজাহানের আইনজীবী । জবাবে প্রধান বিচারপতি স্পষ্ট জানালেন, "ওই ব্যক্তির প্রতি আমাদের কোনও সভানুভূতি নেই । যা শোনার সোমবার শোনা হবে ।"
শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, "উনি যা কাজ করেছেন, আগামী 10 বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে আপনি ধরে রাখুন ।"
ইডি হামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত ৷ বুধবার রাতে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ ৷ এরপর আজ কড়া নিরাপত্তায় সকাল 10.50-এ বসিরহাট মহকুমা আদালতের লকআপ থেকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে ৷ আদালত কক্ষে প্রবেশের সময় হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করেন ধৃত তৃণমূল নেতা ৷ শুনানি শেষে আবারও সেখান থেকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় সন্দেশখালি-কাণ্ডের মূল অভিযুক্তকে ৷ মাত্র 10 মিনিটেই শেষ হয়ে যায় সওয়াল-জবাব ৷
শেখ শাহজাহানের গ্রেফতারির পরই তাঁর আইনজীবী তাঁর বিচারাধীন জামিনের মামলাগুলির বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন ৷
আরও পড়ুন:
- পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
- 50 দিনেরও বেশি সময়, সন্দেশখালির 'বেতাজ বাদশা' শাহজাহানের গ্রেফতারির টাইমলাইন
- শাহাজাহানের গ্রেফতারির পরেই ইডি অফিসে ডাক নেতার ঘনিষ্ঠ ব্যবসায়ীর